গত কয়েকমাস দাম কমার পর ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল এক বিবৃতি দিয়ে এই দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে বেড়েছে ২ টাকা ৮ পয়সা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়েছে ৪২ টাকা ৫০ পয়সা।
গৃহস্থালীর কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪.২ কেজি এলপিজি থাকে। প্রতি সিলিন্ডারে ২ টাকা ৮ পয়সা বেড়ে দিল্লি এবং সংলগ্ন এলাকায় নতুন দাম হল ৪৯৫ টাকা ৬১ পয়সা। তবে কলকাতা এলাকায় রান্নার গ্যাসের দাম বেড়েছে ২ টাকা ১৮ পয়সা। এই বৃদ্ধির ফলে ১ মার্চ থেকে কলকাতায় রান্নার গ্যাসের দাম হল ৪৯৮ টাকা ৭৫ পয়সা। উপরে উল্লেখিত এই দাম ভর্তুকিযুক্ত সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য।
ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে প্রতি সিলিন্ডারের দাম নতুন দাম হল ৭০১ টাকা ৫০ পয়সা। আজ অর্থাৎ ১ মার্চ থেকে রান্নার গ্যাসের নতুন দাম লাগু হবে।