উড়ো ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ সেজে বিধায়কদের কাছ থেকে কোটি কোটি টাকা দাবি করেছিলেন প্রতারকেরা। সেই কাণ্ডেই এ বার পুলিশের জালে ধরা পড়লেন তিন যুবক! সম্প্রতি মণিপুরের রাজধানী ইম্ফলে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবারই ধৃতদের দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে ইম্ফলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মণিপুর বিধানসভার স্পিকার থোকচোম সত্যব্রত সিংহের কাছে একটি ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে পুরুষকণ্ঠ জানায়, তিনি অমিত শাহের পুত্র জয় শাহ! এর পর মন্ত্রীপদের জন্য সত্যব্রতের কাছে ৪ কোটি টাকা দাবি করা হয় বলে অভিযোগ। শুধু স্পিকারই নয়, গোটা ফেব্রুয়ারি জুড়ে মণিপুরের আরও কয়েক জন নেতাকে একই ভাবে ফোন করে টাকা দাবি করেছিলেন প্রতারকেরা। আর প্রতি বারই টাকা চাওয়া হয়েছে জয় শাহের নাম করে!
আরও পড়ুন:
ওই ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধৃতদের দিল্লি থেকে ইম্ফলে নিয়ে আসা হয়েছে। সেখানে চলবে আর এক দফা জিজ্ঞাসাবাদ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (৪) এবং ৩১৯ (২) ধারার অধীনে প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, পৃথক একটি ঘটনায় ১৯ বছর বয়সি এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনিও জয় শাহ সেজে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক আদেশ চৌহানের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করেছিলেন।