Advertisement
E-Paper

শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রীড়াঙ্গন ‘তালাবন্ধ’ দেশে

কোনও রোগের সংক্রমণ রুখতে দেশ জুড়ে এমন ‘তালাবন্ধ’ পরিস্থিতি অতীতে কখনও ঘটেছিল কি না, তা মনে করতে পারছেন না অনেকেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০৪:৪৯
করোনা সতর্কতা: কলকাতার একটি স্কুলে। ছবি: পিটিআই।

করোনা সতর্কতা: কলকাতার একটি স্কুলে। ছবি: পিটিআই।

নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, জিম, সুইমিং পুল, সিনেমা হল, মিউজিয়াম, সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রগুলি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনার পরে মন্ত্রিগোষ্ঠী এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ১৮ মার্চ বিকেল সাড়ে ৫টা থেকে ৩১ মার্চ পর্যন্ত ব্রিটেন-সহ ইউরোপের কোনও দেশ থেকে কোনও ব্যক্তিকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। বিদেশে থাকা ভারতীয়দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। কোনও রোগের সংক্রমণ রুখতে দেশ জুড়ে এমন ‘তালাবন্ধ’ পরিস্থিতি অতীতে কখনও ঘটেছিল কি না, তা মনে করতে পারছেন না অনেকেই।

কোভিড-১৯ মোকাবিলায় দেশ জুড়ে তৎপরতা তুঙ্গে হলেও এই ভাইরাসকে এখনও বাগে আনা যাচ্ছে না। যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে, সেই তালিকায় আজ যুক্ত হয়েছে ওড়িশা। ওই রাজ্যে আজ এক জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। সেখানে নতুন করে চার জনের দেহে করোনাভাইরাস মিলেছে। কেরলে নতুন করে রোগাক্রান্ত হয়েছেন তিন জন। নতুন করে করোনা সংক্রমণের খবর মিলেছে জম্মু-কাশ্মীর ও লাদাখ থেকেও। করোনা সংক্রমণে কর্নাটকের যে বৃদ্ধ দেশে প্রথম মারা গিয়েছেন, তাঁর মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন। গত কাল তাঁর করোনা-পরীক্ষা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত ১১৪ জন।

করোনা-আতঙ্ক

আক্রান্ত ১১৪*

• ১২টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা ছড়িয়েছে

• মহারাষ্ট্রে সব চেয়ে বেশি আক্রান্ত ৩৭।

• ওড়িশায় প্রথম করোনা আক্রান্ত ইটালি ফেরত ব্যক্তি।

• ইরান থেকে ফিরলেন ৫৩ জন। জয়সলমেরে কোয়রান্টিনে তাঁরা।

• দেশে প্রথম করোনায় মৃত ব্যক্তির মেয়ে মারণ-ভাইরাসে আক্রান্ত।

• রাজ্যে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা খরচ বহন করবে বিহার সরকার।

• ১০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ।

*কেন্দ্রের হিসেবে

দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। পরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া কোনও গণপরিবহণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১৮ মার্চ বিকেল সাড়ে ৫টা থেকে ৩১ মার্চ পর্যন্ত ব্রিটেন-সহ ইউরোপের কোনও দেশ থেকে কোনও ব্যক্তিকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। এমনকি, কোনও ভারতীয়কেও ইউরোপ থেকে এ দেশে ঢুকতে দেওয়া হবে না। সংযুক্ত আরব আমিরশাহি এবং কাতার থেকে ওই সময়ের মধ্যে যত জন ভারতে আসবেন, তাঁদের সকলকে কোয়রান্টিন করা হবে। ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচিতে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে দিল্লি সরকার।

করোনার মোকাবিলায় ঝুঁকি নিচ্ছে না রাজ্যগুলি। এই প্রথম ওড়িশার কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। ওড়িশা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৩৩ বছরের ওই ব্যক্তি গত ৬ মার্চ ইটালি থেকে দিল্লি ফিরেছিলেন। ১২ মার্চ তিনি ট্রেনে করে ভুবনেশ্বরে পৌঁছন। পরের দিন জ্বর, মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তিনি ভুবনেশ্বরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারের সদস্যদের কোয়রান্টিন করা হয়েছে।

কী ভাবে রোখা সম্ভব?

• কোয়রান্টিন: করোনা-আক্রান্ত দেশ থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের ১৪ দিনের জন্য কোয়রান্টিনে পাঠানো। শরীরে রোগের কোনও লক্ষণ থাকুক বা না-থাকুক।

• কাদের সংস্পর্শে: যদি কারও করোনা-পরীক্ষার ফল পজ়িটিভ আসে, তিনি যাঁদের সংস্পর্শে এসেছেন, সকলকে পর্যবেক্ষণে রাখা।

• জমায়েত বন্ধ: সব রাজ্যে স্কুল, কলেজ, সিনেমা হল-সহ যে কোনও ধরনের জমায়েত বন্ধ করা।

• সচেতনতা প্রচার: স্বাস্থ্যবিধি সম্পর্কে লোকজনকে সচেতন করা।

• প্রস্তুতি: রোগীর সংখ্যা বাড়লে যাতে সামলানো যায়, তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা। যেমন, স্বাস্থ্যপরীক্ষা কেন্দ্র, আইসোলেশন বেড, কোয়রান্টিন সেন্টার, আক্রান্তদের সামলানোর মতো যথেষ্ট স্বাস্থ্যকর্মী।

এখনও পর্যন্ত দেশে যা পরিকাঠামো রয়েছে

• করোনা-পরীক্ষার ল্যাব: ৫১টি

• একটি ল্যাবে দিনে ৯০টি পরীক্ষা করা যায়।

• প্রতি দিন মোট ৪৫৯০টি পরীক্ষা সম্ভব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হ্যাশট্যাগ ইন্ডিয়াফাইটকরোনা’ লিখে আজ কয়েকটি টুইট করেছেন। লিখেছেন, ‘‘কোভিড-১৯ রুখতে সর্বস্তরে প্রচেষ্টা চলছে। আমি নিশ্চিত কোনও নাগরিক এমন কোনও কাজ করবেন না, যাতে অন্যের জীবন সংশয় হয়। চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা অসাধারণ কাজ করছেন।’’

পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। করোনার কারণে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা অভিযানে আমজনতাকে শামিল করতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যে আজ সরকারের তরফে একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়। ওই প্রতিযোগিতার প্রথম পুরস্কার মূল্য নগদ ১ লক্ষ টাকা।

Coronavirus India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy