বাইকের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা বিরল প্রজাতির কুমির। খোলা মাঠের মধ্যে বাইক চালিয়ে অতিকায় সরীসৃপটিকে টেনে নিয়ে যাচ্ছেন এক তরুণ। আশপাশে লোক জড়ো হয়ে সেই দৃশ্যটি উপভোগ করছেন। বিপদগ্রস্ত কুমিরটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। ঘটনাটি বিহারের। সেই মর্মান্তিক ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ করেছে পেটা ইন্ডিয়া। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বন্যপ্রাণীর সঙ্গে অমানবিক আচরণের ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই প্রাণীসংরক্ষণকারী সংস্থাগুলির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
‘পেটা ইন্ডিয়া’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাভূমির বাসিন্দা কুমিরটিকে দড়ি দিয়ে একটি বাইকের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এর পর বাইকটি চালিয়ে ওই বাইকচালক তরুণ কুমিরটিকে টেনে নিয়ে যেতে শুরু করেন। এই ঘটনার ফলে প্রাণীটির জীবনসংশয় হয়েছিল। ভিডিয়োয় দেখা বাইকের নম্বরপ্লেট দেখে অনুমান করা হয়েছে ঘটনাটি বিহারের। প্রাথমিক ভাবে মনে করা হয়েছে ‘মার্শ’ প্রজাতির এই কুমিরটি খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। তখনই এটিকে বন্দি করে এর উপর অত্যাচার চালান গ্রামবাসীরা। খোলা মাঠে টেনে নিয়ে যাওয়া হয় কুমিরটিকে।
ভিডিয়োটি প্রকাশের পর, ‘পেটা ইন্ডিয়া’ একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হন। বিহার বনবিভাগের বেত্তিয়া এলাকার বন দফতর ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক অপরাধের অভিযোগ নথিভুক্ত করেছে বলে খবর। আইন অনুসারে, দোষী সাব্যস্ত হলে কমপক্ষে তিন বছরের কারাদণ্ড হতে পারে। দোষীকে কমপক্ষে ২৫,০০০ টাকা জরিমানা করা হতে পারে। ভিডিয়োটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা। ঘটনার তীব্র নিন্দা করে অপরাধীর কঠোর শাস্তির দাবি তুলেছেন নেটাগরিকদের একাংশ।