Advertisement
০৩ অক্টোবর ২০২৩
corona

২১ হাজার করোনা রোগী দেশে, বাড়ল সংক্রমণের হারও, সামান্য কম দৈনিক সংক্রমণ

গত এক দিনে দেশে পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও বেড়েছে। পজিটিভিটি রেট অর্থাৎ মোট পরীক্ষার মধ্যে পজিটিভের সংখ্যা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১২:২৭
Share: Save:

ভারতে এই মুহূর্তে মোট ২০ হাজার ৬৩৫ জন করোনা রোগী রয়েছেন। সংখ্যাটি রোজই কিছুটা করে বাড়ছে। এর আগে গত ২৫ মার্চ দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১ হাজার ছুঁয়েছিল। তখন দেশের তৃতীয় স্ফীতির ঢেউ সবে কমতে শুরু করেছে। তার এক মাস ১০ দিনের মাথায় আবার সংক্রমণের পুরনো পরিস্থিতি ফিরছে ভারতে।

যদিও গত ২৪ ঘণ্টার হিসেব বলছে করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমেছে। শুক্র থেকে শনিবার পর্যন্ত ৩৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। শনি থেকে রবিবার পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩৪৫১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী গত এক দিনে দেশে পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও বেড়েছে। পজিটিভিটি রেট অর্থাৎ মোট পরীক্ষার মধ্যে পজিটিভের সংখ্যা। শনিবারের হিসেবে এই হার ছিল ০.৭৮ শতাংশ। রবিবারের হিসেব বলছে, তা বেড়ে ০.৯৬ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ৪০। তবে এর মধ্যে কেরলের ৩৫টি অনথিভুক্ত মৃত্যুও রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE