Advertisement
১১ মে ২০২৪
corona

Corona update: দেশে দৈনিক সংক্রমণ প্রায় চার হাজার ছুঁইছুঁই, বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও

বর্তমানে সারা দেশে মোট ১৯০ কোটি ৯৪ হাজার ৯৮২ টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,১৬৮ জন।

দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০,৩০৩।

দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০,৩০৩। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১২:২৩
Share: Save:

ভারতে টানা তিন দিন দৈনিক সংক্রমিতের সংখ্যা তিন হাজারের উপরে থাকলেও চার হাজারের গণ্ডি ছুঁতে চলেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন। শুক্রবার সংক্রমিতের সংখ্যা ছিল ৩,৫৪৫। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার সামান্য বেড়ে হল ০.৭৮ শতাংশ।

বর্তমানে সারা দেশে মোট ১৯০ কোটি ৯৪ হাজার ৯৮২ টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,১৬৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২ জনের। এর মধ্যে কেরলেই মৃতের সংখ্যা ২০। কর্ণাটক ও পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে এক জনের। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০,৩০৩।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দাবি, ভারতে কোভিডে মারা গিয়েছেন অন্তত ৪৭,২৯,৫৪৮ জন। কিন্তু কেন্দ্রের হিসাবে, সংখ্যাটা মাত্র পাঁচ লক্ষের সামান্য বেশি। হু-র আগে ব্রিটেনের জার্নাল ল্যানসেটও ভারতে ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন বলে দাবি করেছিল। এর ফলে ফের শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, প্রতিটি রাজ্যে কোভিড-জনিত মৃত্যুর সংখ্যা যোগ করেই তারা হিসাব কষেছে। কাজেই ওই অঙ্ক নির্ভুল।
রাজধানীতে কোভিড সংক্রমণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এখনও দেশে সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় ১,৬৫৬ জন আক্রান্ত হয়েছেন। দিল্লির পরে সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে হরিয়ানা (৫৮২), কেরল (৪০০) ও উত্তরপ্রদেশ (৩২০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

corona COVID19 Daily Covid Bulletin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE