বিশ্বজোড়া করোনা পরিস্থিতি দেশের অর্থনীতি ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নজিরবিহীন আঘাত হেনেছে। এমনটাই মত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের। শনিবার সপ্তম ‘এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকনমিক কনক্লেভ’ উপলক্ষে একটি ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করা হয়। এসবিআই আয়োজিত সেই কনক্লেভে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, গত ১০০ বছরের মধ্যে ভারতের অর্থনীতি এবং স্বাস্থ্য ক্ষেত্রে এমন বড় বিপর্যয় আর আসেনি।
করোনার প্রভাব যে চাকরি ক্ষেত্রেও পড়েছে, সে কথাও ওই কনফারেন্সে জানিয়েছেন শক্তিকান্ত দাস। তিনি বলেন, ‘‘গত ১০০ বছরের মধ্যে অর্থনীতি ও স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে বড় বিপর্যয়ের নাম কোভিড-১৯। এর জেরে উৎপাদন ও চাকরির ক্ষেত্রে প্রবল নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যাহত হয়েছে শ্রমিক ও পুঁজি চলাচল এবং গ্লোবাল ভ্যালু চেন।’’
ভিডিয়ো কনফারেন্সে হাজির ছিলেন এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার। বর্তমান পরিস্থিতিতে দেশের আর্থিক বৃদ্ধির বিষয়টিকেই ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিতে হবে বলে তাঁকে জানান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি আরও বলেন, ‘‘আর্থিক মন্দা ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি চিহ্নিত করেছে আরবিআই। সেই মতো ব্যবস্থা নেওয়াও শুরু হয়েছে।’’ শক্তিকান্তের দাবি, দীর্ঘ লকডাউন পরিস্থিতির গুরুত্ব বুঝে অর্থনীতির হাল ফেরাতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি কিছু নতুন কৌশল নিয়েছে আরবিআই।