গুজরাতে খসড়া তালিকা থেকে বাদ পড়ল ৭৩ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম। তামিলনাড়ুতে বাদ গিয়েছে প্রায় ৯৭ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম। দুই রাজ্যেই প্রায় ১ কোটি ২০ লক্ষ করে ভোটারের এনুমারেশন ফর্মের তথ্যে ‘যুক্তিযুক্ত অসঙ্গতি’ পেয়েছে নির্বাচন কমিশন। ওই ভোটারদের নোটিস পাঠনো হবে।
গুজরাতে ভোটার তালিকার বিশেষ নিবি়ড় সংশোধন (এসআইআর) শুরুর আগে মোট ভোটার ছিলেন ৫ কোটি ৮ লক্ষ। খসড়া তালিকা প্রকাশের পরে তা কমে হয়েছে ৪ কোটি ৩৪ লক্ষ। একই রকম ভাবে তামিলনাড়ুতেও এসআইআর শুরুর আগে ভোটার ছিল ৬ কোটি ৪০ লক্ষ। সেখানে কমে হয়েছে ৫ কোটি ৪০ লক্ষ।
গুজরাতের খসড়া তালিকা থেকে প্রায় ১৮ লক্ষ ১০ হাজার মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ঠিকানায় অনুপস্থিত বা অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় ৫১ লক্ষ ৮০ হাজার। তাঁদের নামও বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। এ ছাড়া ৩ লক্ষ ৮০ হাজার ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়। সেই নামগুলিও খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে কমিশন।
আরও পড়ুন:
তামিলনাড়ুর ক্ষেত্রে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ২৬ লক্ষ ৯০ হাজার ভোটার মৃত। ৬৬ লক্ষ ৪০ হাজার ভোটার অনুপস্থিত বা অন্যত্র চলে গিয়েছেন। এ ছাড়া প্রায় ৪ লক্ষ ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়।
মৃত, অন্যত্র চলে যাওয়া, একাধিক জায়গায় নাম থাকা— এমন নাম বাদে বাকি প্রায় সকলেরই নাম রয়েছে কমিশন প্রকাশিত ওই খসড়া তালিকায়। এই তালিকায় এমন ভোটারও রয়েছেন, যাঁদের বয়স ৪৫ বছরের বেশি, কিন্তু পূর্ববর্তী এসআইআরের সময়ে তাঁদের নাম নেই তালিকায়। এ ছাড়া বাবার নামে অমিল, বাবা-মায়ের বয়সের সঙ্গে ফারাক ১৫ বছরের কম বা ৫০ বছরের বেশি— এমন ভোটারদের নামও রয়েছে খসড়া তালিকায়। তবে এ দের তথ্যে পুরোপুরি নিশ্চিত নয় কমিশন। এই সকল ভোটারদের তথ্য যাচাই করে দেখতে চায় তারা।