Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

বিমানবন্দরে আটক আট মালয়েশীয়

ইতিমধ্যেই তবলিগি জামাতের সম্মেলনে যোগ দেওয়া ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ০৫:০৮
Share: Save:

নিজামুদ্দিনে তবলিগি সমাবেশে যোগ দেওয়া মালয়েশিয়ার আট নাগরিককে আজ দিল্লি বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। কিন্তু বিশেষ বিমানে ওঠার আগেই ওই আট জনকে আটক করে অভিবাসন দফতর। দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের।

নিজামুদ্দিনের সমাবেশে যোগ দেওয়ার পরে মালয়েশিয়ার ওই আট নাগরিক আলাদা আলাদা ভাবে দিল্লির বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। করোনা-সংক্রমণের কারণে ২২ মার্চ থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান। কিন্তু ভারতে আটকে পড়া তাদের নাগরিকদের জন্য বিশেষ বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। আজ তেমনই বিশেষ বিমান পাঠিয়েছিল মালয়েশিয়া। দিল্লি বিমানবন্দরে সেই বিশেষ বিমানে উঠতে গিয়েই ধরা পড়ে যান মালয়েশিয়ার ওই আট নাগরিক। তাঁদের দিল্লি পুলিশ এবং স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জমায়েতে অংশ নেওয়া ৩০০ জন পাকিস্তানির শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

ইতিমধ্যেই তবলিগি জামাতের সম্মেলনে যোগ দেওয়া ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পর্যটক ভিসায় এ দেশে এসে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য ওই বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। তবলিগি জামাতের সমাবেশে যোগদানকারী সকলকে খুঁজে বার করার জন্য মোবাইলের কল ডিটেলস এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। সেই খবর দেওয়া হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকেও। সেই সূত্রেই মালয়েশিয়ার আট নাগরিককে আটক করা হয়।

আরও পড়ুন: মহাসঙ্কটে নিজের ছক ভেঙে বিরোধী শরণ মোদী

নিজামুদ্দিনের সমাবেশে যোগ দিয়ে ফেরার পরে দক্ষিণ আফ্রিকার এক মুসলিম ধর্মগুরুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যেরা। অন্য দিকে নিজামুদ্দিন-সমাবেশের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দেওয়ার জন্য এক চোখের ডাক্তারকে তেলঙ্গানার এক হাসপাতালে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। তাঁর করোনা-পরীক্ষার রিপোর্ট আসা বাকি।

এই পরিস্থিতিতে রবিবার তবলিগি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে ভিএইচপি। এই সংগঠনের সঙ্গে জঙ্গি-যোগ রয়েছে বলেও অভিযোগ তাদের। তারা জানিয়েছে, ওই সং‌গঠনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিল’ করে দেওয়া উচিত। ওই জমায়েত হওয়ার জন্য যে সমস্ত অফিসার দায়ী, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চেয়েছে ভিএইচপি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Tablighi Jamaat Nizamuddin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE