Advertisement
E-Paper

১৩ হাজার ছুঁতে চলেছে মৃত্যু, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪,৫১৬

অ্যাক্টিভ রোগী ১,৬৮,২৬৯ জন। সুস্থের সংখ্যা অনেকটাই বেশি, ২,১৩,৮৩০ জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০২০ ০২:৫৯
লালারসের নমুনা সংগ্রহ চলছে। ছবি: পিটিআই।

লালারসের নমুনা সংগ্রহ চলছে। ছবি: পিটিআই।

দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা চার লক্ষ ছুঁতে আর বাকি মাত্র পাঁচ হাজার। বিশেষজ্ঞেরা বলছেন, আগামিকালই সেটা হয়ে যাবে, কারণ ভারতে দৈনিক রোগী বৃদ্ধির গড় এখন পাঁচ নয়, বারো-তেরো হাজারে ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমিত ১৪,৫১৬ জন। মৃত্যু হয়েছে আরও ৩৭৫ জনের। মোট মৃত্যু ১৩ হাজার ছুঁতে চলেছে। অ্যাক্টিভ রোগী ১,৬৮,২৬৯ জন। সুস্থের সংখ্যা অনেকটাই বেশি, ২,১৩,৮৩০ জন।

সংক্রমণ বাড়তে থাকায় গত কালই রাজ্যগুলিকে গৃহ-নিভৃতবাসের নিয়মাবলি কঠোর ভাবে মানতে বলেছিল কেন্দ্র। এ দিকে, কোভিড পজ়িটিভ সমস্ত রোগীর পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়রান্টিন বাধ্যতামূলক হবে বলে নির্দেশ দিয়েছিলেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল। আজ সেই নির্দেশ প্রত্যাহার করেছেন তিনি। বৈজলের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে। আজ দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বৈঠকে সরাসরি নির্দেশের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। সম্প্রতি করোনা পজ়িটিভ হওয়া আপ বিধায়ক অতিশী বলেন, ‘‘পরিবারের সঙ্গে আছি বলেই দ্রুত সেরে উঠছি। এমন নির্দেশে তো লোকে পরীক্ষা করাতেই ভয় পাবে।’’ আপ নেতা রাঘব চাড্ডার মতে, এই নির্দেশের ফলে জুনের শেষে দিল্লিতে ৯০ হাজার আইসোলেশন-শয্যা লাগত।

তবে আজকের বৈঠকে বিষয়টি মিটে যায়। টুইটারে বৈজল লেখেন, ‘‘যে রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলে চিকিৎসকেরা মনে করবেন, গৃহ-নিভৃতবাসের পরিকাঠামো না-থাকলে শুধু তাঁদেরই প্রাতিষ্ঠানিক কোয়রান্টিনে যেতে হবে।’’ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার পেরোনোর পরে আজ দিল্লির স্বাস্থ্য দফতরের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির ডিরেক্টর এবং ডিন-দের ছুটি বাতিল হয়েছে।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় আসছে দেশীয় ওষুধ, একটি ট্যাবলেটের দাম ১০৩ টাকা

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ১.২৪ লক্ষ। রাজ্য সরকারের সিদ্ধান্ত, ‘করোনা-যোদ্ধা’ সমস্ত স্বাস্থ্যকর্মীর অ্যান্টিবডি পরীক্ষা হবে। অ্যান্টিজেন পরীক্ষা চলবে কন্টেনমেন্ট জ়োনে। মহারাষ্ট্র পুলিশে অ্যাক্টিভ রোগী ৯৮৬ জন। কর্নাটকে মারা গিয়েছেন এক পুলিশ। অন্ধ্রে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা এই বছর হবে না।

মধ্যপ্রদেশে বিজেপির এক বিধায়ক সস্ত্রীক করোনা পজ়িটিভ হওয়ায় চিন্তা বেড়েছে নরেন্দ্র মোদীর দলের। ওই বিধায়ক গত কাল রাজ্যসভা নির্বাচনে ভোট দিয়েছেন, মুখমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের উপস্থিতিতে দলীয় বৈঠকেও ছিলেন। ফলে উদ্বেগে সব শিবিরই। রাজ্য কংগ্রেসের প্রশ্ন, করোনা পরীক্ষা হওয়া সত্ত্বেও কেন ভোট দিতে এলেন ওই বিধায়ক। যদিও কংগ্রেসেরই এক কোভিড-আক্রান্ত বিধায়ক গত কাল পিপিই পরে ভোট দিয়েছিলেন।

আনলক পর্বে রোগী বেড়ে চলায় প্রধানমন্ত্রী আজ টুইটারে লিখেছেন, ‘‘আপনারা কাজে বেরোন। কিন্তু আমার অনুরোধ, জরুরি সতর্কতাও মেনে চলুন।’’ মাস্ক, কাপড় বা গামছা দিয়ে মুখ ঢাকা, পরিচ্ছন্ন থাকা ও দু’গজের পারস্পরিক দূরত্ব মেনে চলার কথা ফের মনে করিয়েছেন তিনি।

Coronavirus Covid 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy