একটি বড় হল ঘরে তৈরি হয়েছে কোয়রান্টিন সেন্টার। আর সেই ঘরের এক প্রান্তে সময় কাটাতে ব্যাট-বল নিয়ে নেমে পড়েছেন এক দল যুবক, ক্রিকেট খেলতে শুরু করেছেন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেটি পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে।
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর টুইটার হ্যান্ডলে বুধবার ভিডিয়োটি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে তার পাশেই বেডে শুয়ে আছেন কয়েক জন। একটি বেড থেকে অন্যটির মধ্যে বেশ কয়েক ফুটের দূরত্ব রয়েছে। কিন্তু যেখানে খেলা হচ্ছে তার পাশেই রয়েছে অন্তত দু'টি বেড।
ভিডিয়োটি কোথায় কবে রেকর্ড হয়েছে, তা উল্লেখ করেননি ওমর আবদুল্লাহ। তবে ভিডিয়োটি পোস্ট হওয়ার পর অনেকেই যেমন সময় কাটানোর এমন পথ খুঁজে নোওয়ার জন্য ওই যুবকদের প্রশংসা করেছেন, তেমন অনেকেই সমালোচনা করেছেন। একটি বদ্ধ ঘরের মধ্যে এভাবে রোগীদের পাশে ক্রিকেট খেলা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, যেভাবে ক্রিকেট খেলা হচ্ছে তাতে বল গিয়ে লাগতেই পারে পাশের বেডের কোনও রোগীর গায়ে।