সোমবার থকে ১৭টি বড় শিল্প সংস্থা খুলে যাচ্ছে চেন্নাইয়ে। লকডাউনের জেরে গত দু’মাস ধরে কাজকর্ম বন্ধ রেখেছিল তারা। আগামী ৩১ মে চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। তার আগেই ফের কাজকর্ম শুরু করতে চলেছে ওই সমস্ত সংস্থা।
তবে কাজকর্ম শুরু হলেও, আপাতত ওই সব সংস্থাকে ২৫ শতাংশ কর্মী নিয়েই কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে তাদের।
রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, সমস্ত কর্মীদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে ওই সব সংস্থাকে। কর্মীদের ব্যবহৃত মাস্কগুলিকে দু’বার করে জীবাণুমুক্ত করতে হবে। কনটেনমেন্ট জোন থেকে কাউকে কাজে যোগ দিতে দেওয়া যাবে না। যাঁদের মধ্যে করোনার সামান্যতম উপসর্গ রয়েছে, কাজে যোগ দিতে পারবেন না তাঁরাও।