Advertisement
E-Paper

ফিরছেন ভারতীয়েরা, তালিকায় নেই বাংলা

সারা দেশের সাংবাদিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আজ বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ৭ থেকে ১৩ মে, ১২টি দেশে আটকে থাকা প্রায় ১৫ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২০ ০৪:০৭
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

করোনার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী এক সপ্তাহে যে ৬৪টি উড়ান ভারতীয়দের নিয়ে ফিরছে, সেগুলি দেশের ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নামবে। তবে সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের।

সারা দেশের সাংবাদিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আজ বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ৭ থেকে ১৩ মে, ১২টি দেশে আটকে থাকা প্রায় ১৫ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হবে।

কিন্তু বিমানগুলি যে রাজ্যে আসবে তার মধ্যে কেন নেই পশ্চিমবঙ্গের নাম? মন্ত্রীর জবাব, ‘‘প্রথম সাত দিনের তালিকায় সব রাজ্যের নাম নেই। পরের সপ্তাহে হয়তো কলকাতায় ফেরানো হবে অনেককে। প্রত্যেক রাজ্যের মানুষই আটকে রয়েছেন। তবে যে রাজ্যে বা শহরে তাঁরা ফিরবেন, সেখানকার পরিস্থিতির উপরেও অনেক কিছু নির্ভর করবে।’’

আরও পড়ুন: পরীক্ষায় কুষ্ঠের ওষুধ, মোদী চান ‘হ্যাকাথন’

আরও পড়ুন: অনলাইনে অসাম্য, শুনতে হল মন্ত্রীকেও

যে ১৫ হাজার যাত্রীকে প্রথমে ফেরানো হচ্ছে, তাঁরা সবাই এয়ার ইন্ডিয়ার বিমানে ফিরবেন। পরে বেসরকারি উড়ান সংস্থাগুলি আগ্রহ দেখালে তাদেরও এই কাজে শামিল করা যেতে পারে বলে মন্ত্রী জানিয়েছেন। বিমানমন্ত্রী জানান, ফেরার জন্য টাকা দিতে হচ্ছে আটকে পড়া ভারতীয়দের। লন্ডন থেকে মুম্বই ফিরতে লাগছে জন প্রতি ৫০ হাজার টাকা। আমেরিকা থেকে দিল্লি ফিরতে ১ লক্ষ টাকা। ফেরার পরে যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়রান্টিন কেন্দ্রে রাখা হবে। এই শর্তেই তাঁদের ফেরানো হচ্ছে। মন্ত্রী বলেন, ‘‘প্রায় ১ লক্ষ ৯০ হাজার মানুষ বিদেশ থেকে এখন দেশে ফিরতে চাইছেন। কত জনকে ফেরানো সম্ভব হবে, জানি না। আপাতত অগ্রাধিকার দিয়ে সবচেয়ে জরুরি প্রয়োজন যাঁদের, তাঁদের ফেরানো হবে। বিশেষ করে যাঁদের ভিসার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে বা ইতিমধ্যেই গিয়েছে।’’ তবে বিদেশে যে ভারতীয়রা কাজ করেন, তাঁরা এই সুযোগে দেশে ফিরতে চাইলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে না।

বিদেশে আটকে থাকা ভারতীয়দের বিশেষ বিমানে ফেরানো হলেও ১৭ মে পর্যন্ত সমস্ত ধরনের দেশীয় ও আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখা হচ্ছে। এমনকি লকডাউন উঠলেও অনেক কিছুর উপরে উড়ান চালু নির্ভর করবে। বিমানমন্ত্রীর কথায়, ‘‘প্রথমেই একশো শতাংশ উড়ান চালু করা যাবে না। বড়জোর ২৫ শতাংশ হতে পারে। যে শহর গ্রিন জোনে থাকবে সেখান থেকে উড়ান চালুর সম্ভাবনা বেশি। রেড জোনের শহর থেকে নয়।’’ আরব দেশগুলিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে আজই নৌসেনার তিনটি জাহাজ রওনা দিয়েছে। নৌসেনার অন্য একটি জাহাজ মলদ্বীপে পৌঁছচ্ছে।


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Coronavirus Lockdown COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy