উৎসব চলছে, শোভাযাত্রা বেরোচ্ছে। সেখানে ৬০ শতাংশ লোকের মাস্কই নেই। ৩০ শতাংশের মাস্ক মুখের নীচে ঝুলছে।
এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। একটি মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর এস রেড্ডি এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ আজ এই উদাহরণ দিয়ে বলেছে, দেশে করোনা পরিস্থিতি সামলানোর বহু নীতি, নির্দেশিকা ও আচরণবিধি থাকা সত্ত্বেও তা কার্যকর করার ক্ষেত্রে ঘাটতি রয়ে যাচ্ছে। বিষয়টির প্রতিকারে কর্তৃপক্ষের তরফে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপও করা হচ্ছে না। সর্বোচ্চ আদালত মনে করছে, ‘পরিস্থিতি খারাপ থেকে খুব খারাপ’ হয়েছে। রাজ্যগুলিকে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। বিচারপতিরা বলেছেন, ‘‘কড়া পদক্ষেপ করার এটাই সময়। অন্যথায় কেন্দ্রীয় সরকারের চেষ্টা মাঠে মারা যাবে।’’
কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সংক্রমণের ঢেউ আগের চেয়ে জোরালো বলে মনে হচ্ছে। রাজ্যগুলিকে কড়া হাতে আচরণবিধি ও নির্দেশিকা কার্যকর করতে হবে। এখন ‘আমি’ বনাম ‘ওরা’ মনোভাব নয়, ‘আমরা’ বলে ভাবা উচিত। এই সময়েই রাজ্যগুলিকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার কথা বলেন বিচারপতিরা। কেন্দ্র জানিয়েছে, দেশের প্রায় ৭৭% অ্যাক্টিভ কোভিড রোগীর ঠিকানা ১০টি রাজ্য। প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (১৮.৯%), কেরল (১৪.৭%), দিল্লি (৮.৫%) এবং পশ্চিমবঙ্গ (৫.৭%)।