Advertisement
০৫ মে ২০২৪
coronavirus

দেশের মোট সক্রিয় রোগীর অর্ধেকই মহারাষ্ট্রে, ফের ১৮ হাজার ছাড়াল দৈনিক আক্রান্ত

১০ জানুয়ারির পর শনিবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ১৮ হাজার ছাড়াল।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১১:৩৮
Share: Save:

১০ জানুয়ারির পর শনিবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ১৮ হাজার ছাড়াল। এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত ১০ হাজারের বেশি। কর্নাটক, তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাতেও বেড়েছে দৈনিক আক্রান্ত। এর জেরে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৪ হাজার। দৈনিক মৃত্যুও শনিবার ১০০-র বেশি। চুম্বকে এটাই দেশের করোনা-চিত্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ১ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৮৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩২৭ জন। করোনাভাইরাস দেশে মোট প্রাণ কেড়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০৮ জন। দেশে মৃত্যু হার ১.৪১ শতাংশ।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে বাড়ছে মহারাষ্ট্রের দৈনিক আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১০ হাজার ২১৬ জন। শনিবার কেরলেও দৈনিক আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে। গত কয়েক দিনে দক্ষিণের এই রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের আশপাশে থাকছিল। রাজধানী দিল্লিতেও দৈনিক সংক্রমণ বেড়ে ৩০০ ছাড়িয়েছে। তালিমনাড়ু, কর্নাটক, গুজরাতে তা ৫০০ ছাড়িয়েছে। পঞ্জাবে শুক্রবার ১০০০ ছাড়িয়েছিলে দৈনিক আক্রান্ত। শনিবার তা ৮০৮। মধ্যপ্রদেশেও আক্রান্ত গত ক’দিন ধরে ৫০০ ছুঁইছুঁই।

দৈনিক আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। এক সময় যা দেড় লক্ষের নীচে নেমেছিল, এখন তা ১ লক্ষ ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশের মোট সক্রিয় রোগীর অর্ধেকেই মহারাষ্ট্রে। সে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৯০ হাজার ৫৫ জন। কেরলে তা সাড়ে ৪৩ হাজারের বেশি। পঞ্জাব এবং কর্নাটকে তা সাড়ে ৬ হাজারের আশাপাশে।

এখনও অবধি দেশে ১ কোটি ৯৪ লক্ষ ৯৭ হাজার ৭০৪ করোনা টিকার ডো়জ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৪ লক্ষ ৯২ হাজার ২০১ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 coronavirus Coronavirus in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE