গাড়়িতে সামান্য ঘষা লেগেছিল বাইকের। তা নিয়ে বচসার সূত্রপাত। আর তার জেরেই দুই বাইকআরোহী যুবককে দু’কিলোমিটার ধাওয়া করে পিষে দেওয়ার অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক দম্পতির বিরুদ্ধে। গত ২৫ অক্টোবর রাতে ঘটনাটি ঘটেছে শহরের পুত্তেনাহাল্লি এলাকায়। সে দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি পুলিশের হাতে আসে। আর সেই সূত্র ধরেই অভিযুক্ত দম্পতিকে খুঁজে বার করে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতির নাম মনোজ কুমার এবং আরতি শর্মা। মনোজ মার্শাল আর্টের প্রশিক্ষক। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, দর্শন নামে এক যুবক তাঁর বন্ধু বরুণকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন। পুত্তেনাহাল্লি এলাকায় রামমন্দিরের কাছে পাশ কাটাতে গিয়ে অভিযুক্ত দম্পতির গাড়িতে দর্শনের বাইকের ঘষা লাগে। ফলে গাড়ির লুকিং মিরর ক্ষতিগ্রস্ত হয়। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকআরোহী দুই যুবক ক্ষমা চেয়ে নিয়ে বিষয়টি মিটমাট করে ফেলার জন্য অনুরোধ করেন। বচসা থেমে গিয়েছিল দু’পক্ষের। তার পর দর্শন তাঁর বাইক নিয়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত দম্পতি যে পথে যাচ্ছিলেন সে দিকে না গিয়ে গাড়িটিকে ঘুরিয়ে নেন। দর্শনেরা যে পথ ধরেছিলেন সেই দিকেই রওনা হন মনোজ এবং তাঁর স্ত্রী। দু’কিলোমিটার পিছু ধাওয়া করেন দর্শনদের। তার পর গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। পিছন থেকে দর্শনের বাইকে ধাক্কা মারেন। রাত তখন সাড়ে ১১টা। গাড়ি ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন দর্শন এবং তাঁর বন্ধু বরুণ। বরুণ রাস্তার বাঁদিকে ছিটকে পড়েন। দর্শন ডান দিকে। তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দম্পতির বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্শনের। গুরুতর জখম হন বরুণ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার পর প্রাথমিক ভাবে জেপি নগর থানায় দুর্ঘটনার মামলা দায়ের করা হয়। কিন্তু সন্দেহ হওয়ায় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হয়। তখন দেখা যায়, গাড়িটি বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারছে। তখনই সন্দেহ হয় এটি নিছক দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারা হয়েছে বাইকআরোহীদের। তদন্তে নেমে গাড়িচালকের হদিস পায় পুলিশ। তার পরই তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে আবার ফিরে এসেছিলেন অভিযুক্ত দম্পতি। তাঁরা মুখ ঢাকা দিয়ে এসেছিলেন যাতে চিহ্নিত করা না যায়। গাড়ির ভাঙা টুকরেো সংগ্রহ করে নিয়ে চম্পট দেন। দম্পতির বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে খুন এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দর্শন অনলাইন খাবার সরবরাহকারী সংস্থায় কাজ করতেন। অভিযুক্ত দম্পতি মনোজ এবং আরতি জম্মু-কাশ্মীরের বাসিন্দা। পাঁচ বছর আগে বিয়ে হয় তাঁদের। অভিযুক্ত দম্পতিকে বুধবার আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।