২৮ কেজি সোনা-সহ সুরাত বিমানবন্দরে গ্রেফতার হলেন এক দম্পতি। ধৃতেরা দুবাই থেকে আসছিলেন। সুরাত বিমানবন্দরে নামতেই তাঁদের গ্রেফতার করে সিআইএসএফ এবং শুল্ক দফতরের আধিকারিকেরা।
সিআইএসএফ সূত্রে জানানো হয়েছে, পরনের পোশাকের মধ্যে সোনা লুকিয়ে নিয়ে আসছিলেন ওই দম্পতি। মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ কেজি সোনা। আর তাঁর স্বামীর কাছে ছিল ১২ কেজি সোনা। পোশাকের নীচে কোমরে জড়িয়ে নিয়ে আসছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। শুল্ক দফতরের কাছে আগেই খবর ছিল, দুবাই থেকে সোনা পাচার হয়ে সুরাতে ঢুকছে। তাই সতর্ক ছিলেন আধিকারিকেরা। রবিবার দম্পতি বিমানবন্দরে নামতেই তাঁদের গ্রেফতার করা হয়।
সিআইএসএফের শীর্ষ এক আধিকারিক বলেন, ‘‘খুব সাদামাঠা পোশাকে বিমানবন্দরে নামেন দম্পতি। দেখে বোঝার উপায় ছিল না যে, তাঁরা সোনা পাচার করছেন। সন্দেহ হওয়ায় তাঁদের ব্যাগপত্র প্রথমে পরীক্ষা করা হয়। তার পর দেহ পরীক্ষা করতেই দেখা যায়, কোমরের মধ্যে খুব দক্ষতার সঙ্গে সোনা জড়ানো রয়েছে। সিআইএএফের আরও এক আধিকারিক দাবি করেছেন, সুরাত বিমানবন্দরে এই পরিমাণ সোনা আগে কখনও ধরা পড়েনি।