গ্রাফিক— শৌভিক দেবনাথ।
মঙ্গলবারের তুলনায় সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা মঙ্গলবারের তুলনায় সাড়ে পাঁচ শতাংশ বেশি। তবে কমেছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ৪.৫ শতাংশ।
গত কয়েক দিন ধরে দেশে ক্রমশ কমছিল করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার তা সামান্য বাড়ল। যদিও কমেছে দৈনিক সংক্রমণের হার। তবে এখনও মাথাব্যথা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২১৭ জনের। তার মধ্যে দক্ষিণের ছোট রাজ্য কেরলেই মৃত্যু হয়েছে ৮২৪ জনের। তবে জানানো হয়েছে। এর মধ্যে ৫৯১ জনের আগেই করোনায় মৃত্যু হয়েছিল, কিন্তু তা নথিভুক্ত হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy