Advertisement
০২ এপ্রিল ২০২৩
Covid-19 Vaccine

‘দাওয়াই ভি, কঢ়াই ভি’: টিকার পরেও সতর্ক থাকার নয়া বার্তা প্রধানমন্ত্রীর

ভারতে করোনাভাইরাসের টিকাকরণের প্রশাসনিক কাজকর্মের প্রস্তুতি শেষ পর্যায়ে। নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার আশ্বাস প্রধানমন্ত্রীর।

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজকোটে এমসের শিলান্যাস মোদীর।

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজকোটে এমসের শিলান্যাস মোদীর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৩:৫৯
Share: Save:

বর্ষশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন স্লোগান ‘দাওয়াই ভি, কঢ়াই ভি।’ অর্থাৎ, টিকা নিয়েও সতর্ক থাকতে হবে।

Advertisement

ভারতে করোনাভাইরাসের টিকাকরণের প্রশাসনিক কাজকর্মের প্রস্তুতি শেষ পর্যায়ে। নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বললেন, টিকাকরণের পরেও করোনা বিধি পালনের সতর্কবার্তা মেনে চলতে হবে।

বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজকোটে এইমসের শিলান্যাস করেন মোদী। দাবি করেন, ‘‘করোনার টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি শেষধাপে। ভারতে তৈরি টিকাই সাধারণ মানুষ পাবেন।’’ এই সূত্র ধরেই মেদীর সতর্কবার্তা, ‘‘আমি আগে বলেছিলাম, যব তক দাবাই নেহি, তব তক ঢিলাই নেহি (অর্থাৎ যত দিন টিকা না, আসছে তত দিন কোনও শিথিলতা নয়)। কিন্তু ২০২১ সালে আমাদের মন্ত্র হবে, দাওয়াই ভি, কঢ়াই ভি (অর্থাৎ টিকা এলেও সতর্ক থাকতে হবে।’’)

আরও পড়ুন: বাড়ছে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা, দেশে মিলল আরও ৫ রোগী

Advertisement

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ প্রায় ২২ হাজার, দেশে মোট আক্রান্তের ৯৬ শতাংশই সুস্থ

প্রসঙ্গত, ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের জন্য আবেদন করেছে অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক এবং ফাইজার। সংস্থাগুলির আবেদন খতিয়ে দেখতেই বুধবার বৈঠকে বসে সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। যদিও ওই বৈঠকে কোনও টিকাকেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। ১ জানুয়ারি ফের বৈঠকে বসতে চলেছে ওই বিশেষ কমিটি। ওই দিনই খুব তাড়াতাড়ি টিকা হাতে চলে আসার দাবি করেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়াও। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.