সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সেখানে জিএসটি, ডোকা লা-র পাশাপাশি দেশজুড়ে গোরক্ষকদের তাণ্ডবের বিষয় নিয়েও বিরোধীদের তোপের মুখে পড়তে পারে কেন্দ্র। তাই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি সেরে রাখলেন প্রধানমন্ত্রী।
রবিবার সর্বদল বৈঠক ডেকেছিলেন নরেন্দ্র মোদী। সংসদ ভবনে ওই সর্বদলীয় বৈঠকে গো-রক্ষা ইস্যুতে ফের কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, “গোরক্ষার নামে মানুষ খুন কিছুতেই বরদাস্ত করা যায় না। কেউই নিজের হাতে আইন তুলে নিতে পারে না।’’ পাশাপাশি, গোরক্ষকদের তাণ্ডব বন্ধে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেন। গত মাসেই গোরক্ষা ইস্যুতে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাতের সাবরমতী আশ্রমের এক অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতিতে নিজের বেদনা ও অসন্তোষের কথা ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী।
সর্বদল বৈঠকের পর নরেন্দ্র মোদী, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা-সহ অন্যান্য নেতা।