কলেজে যৌন নির্যাতনের অভিযোগ তুলে এবং পরে গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনাকে সামনে রেখে বিজেপি-শাসিত ওড়িশা সরকারকে ফের নিশানা করল সিপিএম। ছাত্রীর বাড়িতে গিয়ে যে কোনও দরকারে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে শনিবার বালেশ্বরে মিছিলও করেছেন তাঁরা।
বালেশ্বরে আত্মঘাতী ছাত্রীর বাড়িতে এসএফআই এবং সিপিএম নেতৃত্ব। —নিজস্ব চিত্র।
এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ্ত পণ্ডা, শিক্ষক নেতা সুরেন্দ্র জেনা, ছাত্র নেতা চন্দন সাহু, চন্দন কামিলা-সহ প্রতিনিধি দল ছাত্রীর বাড়িতে গিয়েছিল। সৃজনের অভিযোগ, “এই ঘটনার গুরুত্বপূর্ণ সময়ের সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। এবিভিপি-র অভ্যন্তরীণ গোলমালের কথাও শোনা যাচ্ছিল। তাদের নিষ্ক্রিয়তা সন্দেহ তৈরি করছে। কলেজের অধ্যক্ষের ভূমিকা খুবই আপত্তিজনক।” প্রসঙ্গত, সিপিএম-সহ বামেরা আগেই এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)