Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Delhi Violence

দিল্লির হিংসায় অমিতের হাত, বলছে সিপিএম

সিপিএমের রিপোর্ট প্রকাশ করে বৃন্দার দাবি, অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো হোক।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৪:৫৯
Share: Save:

গত ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লির হিংসার সময়ে পুলিশ মোতায়েনের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। সরেজমিনে উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনা খতিয়ে দেখে সিপিএম আজ একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে অভিযোগ, ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়লেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি। তা ছাড়া অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ হিংসায় অংশগ্রহণকারীদের পাশে দাঁড়িয়েছে। হিংসার সময়ে পুলিশ অফিসারদের আহত হওয়ার ঘটনা দিয়ে সেই গাফিলতি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে।

বুধবার দিল্লিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি গোপালগৌড়া, প্রাক্তন মুখ্য তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লা, সমাজকর্মী হর্ষ মন্দার, সিপিএম নেত্রী বৃন্দা কারাট এই রিপোর্টটি প্রকাশ করেন। রিপোর্টে অভিযোগ, দিল্লি বিধানসভা ভোটে হারের পরে সিএএ-র বিরুদ্ধে আন্দোলন শেষ করাই ছিল হিংসার রাজনৈতিক উদ্দেশ্য। সিএএ-বিরোধী আন্দোলনকারী, বিশেষ করে সংখ্যালঘুদের শিক্ষা দেওয়াই ছিল এর উদ্দেশ্য।

সিপিএমের রিপোর্ট প্রকাশ করে বৃন্দার দাবি, অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো হোক। বিজেপি নেতৃত্ব থেকে স্বরাষ্ট্র মন্ত্রক— সকলের ভূমিকা খতিয়ে দেখা হোক। হিংসায় মদত দেওয়া পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Violence Amit Shah CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE