হাসপাতালে ভর্তি করানো হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। দিল্লির এমসে তাঁকে ভর্তি করানো হয়েছে। সোমবার রাতে প্রবল জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসকদের দেখাতে গিয়েছিলেন সীতারাম। প্রাথমিক পরীক্ষার পর তাঁকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন এমসের চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, সীতারামে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
সিপিএম সূত্রে খবর, সীতারামের নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান করছেন চিকিৎসকেরা। প্রথমে তাঁকে জরুরি বিভাগের ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ইয়েচুরি।
আরও পড়ুন:
আগামী ২২ অগস্ট প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় যোগ দিতে কলকাতায় আসার কথা রয়েছে সীতারামের। এই পরিস্থিতিতে তাঁর কলকাতায় আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বুদ্ধদেবের শেষযাত্রায়ও সীতারাম যোগ দিতে পারেননি। ওই সময়ে তাঁর ছানি অপারেশন হয়েছিল। সিপিএম সূত্রে খবর, বৃহস্পতিবারের কর্মসূচিতে সীতারাম থাকবেন কি না, তা মঙ্গলবারই চূড়ান্ত হয়ে যাবে।