Advertisement
০৪ মে ২০২৪

ভিএস-কে পদ দিয়ে তালমিল রাখার চেষ্টা

শুধু ‘ফিদেল কাস্ত্রো’-র তকমা নয়। কেরলে বামেদের জয়ের কান্ডারি, প্রবীণ নেতা ভি এস অচ্যুতানন্দনকে ক্যাবিনেট স্তরের কোনও পদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হল সিপিএমের পলিটব্যুরোতে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৪:৩৬
Share: Save:

শুধু ‘ফিদেল কাস্ত্রো’-র তকমা নয়। কেরলে বামেদের জয়ের কান্ডারি, প্রবীণ নেতা ভি এস অচ্যুতানন্দনকে ক্যাবিনেট স্তরের কোনও পদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হল সিপিএমের পলিটব্যুরোতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার। ভিএস-কে সরকারের উপদেষ্টা বা সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের মতো কোনও পদ দেওয়া হতে পারে। গত পাঁচ বছর রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে সব সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন, সেগুলি যাতে তিনি পান, তা-ও দেখা হবে।

কেরলে জয়ের পর পিনারাই না ভিএস— কে মুখ্যমন্ত্রী হবেন তা সিপিএম নেতৃত্বের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। পিনারাইকে মুখ্যমন্ত্রী করে ভিএস-কে ‘কেরলের কাস্ত্রো’ তকমা দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। ভিএস বলেছিলেন, তিনি আমজনতার সৈনিক হিসেবে কাজ করবেন। কিন্তু তা করতে গিয়ে তিনি যাতে পিনারাইয়ের বিরুদ্ধে মুখ না খোলেন, তা নিশ্চিত করতে চাইছে সিপিএম। পলিটব্যুরোয় ঠিক হয়েছে, কোনও ভাবেই রাজ্যে দু’টি ক্ষমতার কেন্দ্র তৈরি হতে দেওয়া চলবে না। আবার মুখ্যমন্ত্রী পিনারাইয়ের কাছে জবাবদিহি করতে হয়, এমন পদও যে ভিএস নিতে চাইবেন না, তা-ও স্পষ্ট।

সিপিএম সূত্রের খবর, তাঁকে রাজ্য সম্পাদকমণ্ডলীতে ফিরিয়ে নেওয়ার জন্যও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন ভিএস। বিষয়টি রাজ্য নেতৃত্বের উপরেই ছেড়ে দিচ্ছে পলিটব্যুরো। ভিএস-এর বিরুদ্ধে এর আগে দলবিরোধী কাজ, প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য, রাজ্য সম্মেলন ছেড়ে চলে যাওয়ার মতো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছিল পিনারাই শিবির। সেই অভিযোগ পাঠানো হয়েছিল পলিটব্যুরো কমিশনের কাছে। এখন ভিএস-কে রাজ্য সম্পাদকমণ্ডলীকে ফেরাতে হলে আগে সেই সব অভিযোগেরও নিষ্পত্তি করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Politbureau Kerala cabinet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE