Advertisement
E-Paper

সপায় সঙ্কট অব্যাহত, ক্রমশ চড়ছে অমর সিংহের বিরুদ্ধে ক্ষোভের স্বর

সঙ্কট কাটেনি যাদব পরিবারে। সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের মধ্যে শুরু হওয়া ভয়ঙ্কর দ্বন্দ্বে ইতি পড়েনি মঙ্গলবার সকালেও। মুলায়মের নির্দেশে অখিলেশ তাঁর মন্ত্রিসভায় শিবপাল সিংহ যাদব সহ চার বরখাস্ত মন্ত্রীকে ফিরিয়ে নিচ্ছেন বলে খবর। কিন্তু, তিক্ততা কাটেনি এখনও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১৪:৪৩
অনুগামী বিধায়ক ও সমর্থকদের ভিড়ে উপচে পড়ছে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাসভবন। মঙ্গলবার, লখনউতে। —নিজস্ব চিত্র।

অনুগামী বিধায়ক ও সমর্থকদের ভিড়ে উপচে পড়ছে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাসভবন। মঙ্গলবার, লখনউতে। —নিজস্ব চিত্র।

সঙ্কট কাটেনি যাদব পরিবারে। সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের মধ্যে শুরু হওয়া ভয়ঙ্কর দ্বন্দ্বে ইতি পড়েনি মঙ্গলবার সকালেও। মুলায়মের নির্দেশে অখিলেশ তাঁর মন্ত্রিসভায় শিবপাল সিংহ যাদব সহ চার বরখাস্ত মন্ত্রীকে ফিরিয়ে নিচ্ছেন বলে খবর। কিন্তু, তিক্ততা কাটেনি এখনও। শিবপাল বহু চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে খবর।

সোমবার লখনউতে সমাজবাদী পার্টির বৈঠকে প্রকাশ্য মঞ্চে তুমুল বিবাদে জড়ান অখিলেশ এবং শিবপাল। দু’পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি এমন পর্যায়ে পৌঁছয় যে বিরক্ত হয়ে মঞ্চ ছেড়ে চলে যান মুলায়ম সিংহ যাদব। তার পর মুলায়ম দফায় দফায় বৈঠক করেন নিজের বাসভবনে। অখিলেশ-শিবপালকে এক সঙ্গে ডেকে পাঠিয়ে বৈঠকে বসেন। সপা সূত্রের খবর, অখিলেশ তাঁর বাবার দেওয়া অধিকাংশ নির্দেশই মেনে চলতে রাজি। কিন্তু, অমর সিংহের কর্তৃত্ব মেনে নেওয়ার প্রশ্নে কিছুতেই মাথা নোয়াতে চাননি তিনি। সপা-র রাজ্য সভাপতি শিবপাল সিংহ যাদব সোমবার রাতে মুখ্যমন্ত্রী নিবাসে গিয়েছিলেন অখিলেশের সঙ্গে দেখা করতে। কিন্তু, ভাইপো কাকার সঙ্গে দেখা করেননি। বুঝিয়ে দিয়েছেন, মান-সম্মানের প্রশ্নে আপোস করবেন না তিনি।

মঙ্গলবার দুপুরে খবর এসেছে, অখিলেশ তাঁর মন্ত্রিসভায় ফিরিয়ে নিচ্ছেন শিবপাল সিংহ যাদবকে। ফিরিয়ে নেওয়া হচ্ছে অমর সিংহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও তিন বরখাস্ত হওয়া মন্ত্রীকেও। রবিবারই এই চার জনকে ক্যাবিনেট থেকে তাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। মুলায়মের নির্দেশেই তিনি এঁদের মন্ত্রিসভায় ফিরিয়ে নিচ্ছেন বলে জানা গিয়েছে। কিন্তু লখনউতে দলের সদর দফতরে এ দিন যাননি অখিলেশ।

মঙ্গলবার সকালে মুলায়ম সিংহ যাদবের বাসভবনে বৈঠক সেরে বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। —নিজস্ব চিত্র।

অন্য দিকে, শিবপাল সিংহ যাদব সকাল সকালই দলের সদর দফতরে পৌঁছন। তাঁর অনুগামীরাও ভিড় জমিয়েছিলেন সপা সদর দফতরে। শিবপালের জয়ধ্বনি দিয়ে সেখানে স্লোগানও ওঠে। তাঁর নির্দেশে দলীয় দফতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে বহিষ্কৃত সাংসদ তথা মুলায়মের সম্পর্কিত ভাই রামগোপাল যাদবের নেমপ্লেট। অখিলেশ পের তাঁকে মন্ত্রিসভায় ফিরিয়ে নিচ্ছেন কি না, তা নিয়ে শিবপাল স্পষ্ট মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘সব মিটে গিয়েছে। কোনও সমস্যা নেই। নেতাজি যে ভাবে বলবেন, আমরা সে ভাবেই চলব।’’

আরও পড়ুন: আমার ওজনেই মুখ্যমন্ত্রী অখিলেশ, ভাইকে পাশে নিয়ে বললেন মুলায়ম

শিবপাল যতই বলুন, সব মিটে গিয়েছে, পরিস্থিতি মোটেই তেমন নয়। দলের মধ্যে শিবপাল এবং অমরের বিরুদ্ধে ক্ষোভের স্বর আরও চড়া হতে শুরু করেছে। দলের মহারাষ্ট্র প্রদেশ সভাপতি আবু আজমিও মঙ্গলবার অমর সিংহের বিরুদ্ধে মুখ খুলেছেন। আবু আজমি এ দিন বলেছেন, ‘‘আমি নেতাজিকে অনুরোধ করব, দলটাকে টুকরো টুকরো হয়ে যাওয়ার হাত থেকে বাঁচান। নেতাজিকে এটাও বলব যে অখিলেশ যাদব অত্যন্ত ভাল মুখ্যমন্ত্রী, শুধুমাত্র তাঁর নেতৃত্বেই সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরতে পারে।’’ অমর সিংহকে কেউ দলে চান না বলে আবু আজমি মন্তব্য করেছেন এ দিন। তিনি বলেছেন, নেতাজির উচিত দলের মধ্যেই একটা ভোট নেওয়া। তা হলেই স্পষ্ট হয়ে যাবে, অমর সিংহকে ক’জন এই দলে চান।

Samajwadi Crisis Crisis Continues Pitch Against Amar Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy