পশ্চিমবঙ্গ-সহ দেশের ২৯টি রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে ১১৯টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল। প্রতি বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার এই জল জীবন মিশনের বহু প্রকল্পে খরচের অঙ্ক যথেষ্ট ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে বলে সন্দেহ তৈরি হয়েছে। তার পরেই কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত হয়। চলতি মাসের মধ্যেই সব কেন্দ্রীয় দলের রিপোর্ট জমা পড়বে বলে জলশক্তি মন্ত্রক আশা করছে। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, এই প্রকল্পে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ অর্থের টাকা মঞ্জুর করা হয়নি। কেন্দ্রীয় দলের রিপোর্ট জমা পড়ার পরে এই জট কাটতে পারে।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত আর পাটিলের বক্তব্য, ১১৯টি কেন্দ্রীয় দলের মধ্যে ১১১টি কেন্দ্রীয় দল সমীক্ষা সেরে ফেলেছে। ৮৯টি কেন্দ্রীয় দল রিপোর্ট জমা দিয়েছে। চলতি মাসেই সমস্ত রিপোর্ট জমা পড়বে বলে সরকার আশা করছে।
প্রথমে ঠিক ছিল, জল জীবন মিশনের কাজ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ এবং নদিয়ায় কেন্দ্রীয় দল পাঠানো হবে। পরে শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়া এবং মালদহেই কেন্দ্রীয় দল পাঠানো হয়। রাজ্য সরকারের বক্তব্য, এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য ৫০ শতাংশ করে অর্থ দেয়। কিন্তু কেন্দ্র অর্থ মঞ্জুর না করায় রাজ্য সরকারকে সেই অভাব পূরণ করতে হচ্ছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘‘নলবাহিত জল সরবরাহের প্রকল্পে শুধু নল থাকলেই হবে না। জলও থাকতে হবে। কোথাও প্রকল্পের কাজ শেষের পরে জলের উৎস শুকিয়ে গেলে রাজ্য সরকারকে নিজের খরচে নতুন জলের উৎসের ব্যবস্থা করতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)