Advertisement
১৯ মে ২০২৪
National news

ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদী হামলা, মৃত্যু ১২ সিআরপিএফ জওয়ানের

ছত্তীসগঢ়ের সুকমা জেলায় মাওবাদী হামলায় ১২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সকালের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কয়েক জন। লুঠ করা হয়েছে ওই জওয়ানদের অস্ত্রশস্ত্রও।

নিহত এক সিআরপিএফ জওয়ানের দেহ নিয়ে যাওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।

নিহত এক সিআরপিএফ জওয়ানের দেহ নিয়ে যাওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১২:৫০
Share: Save:

ছত্তীসগঢ়ের সুকমা জেলায় মাওবাদী হামলায় ১২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সকালের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কয়েক জন। লুঠ করা হয়েছে ওই জওয়ানদের অস্ত্রশস্ত্রও।

পুলিশ জানায়, শনিবার সকালে সুকমার ভেজ্জি থানার ভেজ্জি এবং কোট্টাচেরু গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘন জঙ্গলের মধ্যে সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটালিয়নের রোড ওপেনিং পার্টি-র (আরওপি) উপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। সিআরপিএফ-ও পাল্টা গুলি চালায়। মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে ১২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন জওয়ান। হামলার পরে সিআরপিএফ জওয়ানদের অস্ত্র এবং ওয়ারলেস রেডিও লুঠ করে চম্পট দেয় মাওবাদীরা। হামলার খবর ছড়িয়ে পড়ার পরে পুলিশের একটি বাহিনী এসে তাঁদের উদ্ধার করে। তবে সিআরপিএফ জওয়ানের গুলিতে কোনও মাওবাদী মারা গিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: পদ্ম-কাঁটায় টালমাটাল কংগ্রেস, আরও সংশয়ে রাহুলের ভবিষ্যৎ

হামলায় আহতদের মধ্যে দু’জনকে হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়।

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও। তিনি বলেন, ‘‘ছত্তীসগঢ়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’’ বিশেষ বিমানে রাজনাথ সিংহ আজ সন্ধ্যায় ছত্তীসগঢ় পৌঁছতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CRPF Maoist Chhattisgarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE