Advertisement
০২ মে ২০২৪

সংস্কৃতি মুম্বইয়ে

সম্প্রতি মুম্বই শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করে গেলেন জয়পুর-সেনিয়া ঘরানার সেতারশিল্পী কলকাতার সপ্তর্ষি হাজরা। তিনি শিল্পী নিতাই বসুর শিষ্য। যিনি আবার সেতার শিখেছিলেন ওস্তাদ মুস্তাক আলি খানের কাছে। এই ঘরানার বৈশিষ্ট্য হল এই যে, অন্য সেতারে ১৯-২০ পর্দা থাকলেও এই সেতার ১৭ পর্দার। এ ছাড়া, এই ঘরানার বাদনশৈলীতে বীণার অনেক আঙ্গিক খুঁজে পাওয়া যায়।

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:০৩
Share: Save:

সম্প্রতি মুম্বই শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করে গেলেন জয়পুর-সেনিয়া ঘরানার সেতারশিল্পী কলকাতার সপ্তর্ষি হাজরা। তিনি শিল্পী নিতাই বসুর শিষ্য। যিনি আবার সেতার শিখেছিলেন ওস্তাদ মুস্তাক আলি খানের কাছে। এই ঘরানার বৈশিষ্ট্য হল এই যে, অন্য সেতারে ১৯-২০ পর্দা থাকলেও এই সেতার ১৭ পর্দার। এ ছাড়া, এই ঘরানার বাদনশৈলীতে বীণার অনেক আঙ্গিক খুঁজে পাওয়া যায়। আসলে ওস্তাদজির পূর্বসূরিরা ছিলেন মূলত বীণাবাদক। পরে তাঁরা যখন সেতার বাজাতে শুরু করলেন, বীণার অনেক আঙ্গিক তাঁদের সেতার-শৈলীর মধ্যে চলে আসে। সেই কারণে এই ঘরানার বাদনশৈলী স্বতন্ত্র। অনুষ্ঠানে সপ্তর্ষিকে তবলায় সঙ্গত করেন ভূষণ পারসুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Cultural program jaipur rajastan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE