মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। উত্তর-পূর্ব আরবসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, শনিবারে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান গুজরাতের দ্বারকা থেকে ২৫০ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে। ৭ অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে মুম্বই, ঠাণে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গে। ঘূর্ণিঝড়টি যত স্থালভাগের দিকে এগোবে হাওয়ার গতিবেগ বাড়বে। উত্তাল হবে সমুদ্র। ৫ অক্টোবর পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার। সর্বাধিক হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। তবে মৌসম ভবন জানিয়েছে, সমুদ্রপথে আসার সময় ঘূর্ণিঝড়টি কতটা শক্তি সঞ্চয় করেছে, তার উপর নির্ভর করবে ঘণ্টায় কত কিলোমিটার বেগে সেটি স্থলভাগে আছড়ে পড়বে।
ঘূর্ণিঝড়টি যত স্থলভাগের দিকে এগিয়ে আসবে, পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টির পরিমাণও। এই সময়ে মহারাষ্ট্রের অভ্যন্তরীণ অংশে, বিশেষ করে পূর্ব বিদর্ভ এবং মরাঠাওয়াড়ার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে উত্তর কোঙ্কণের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করা এবং প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধারকারী দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের ভাল প্রভাব পড়তে পারে এমন এলাকাগুলিতে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।