Advertisement
E-Paper

‘তিতলি’র দাপটে বাতিল বহু ট্রেন

ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় তিতলি। আগামিকাল, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ তা ওই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ২১:৪৬
ঘূর্ণিঝড় ‘তিতলি’ জেরে  সতর্কতামূলক ব্যবস্থা নিল রেল। —ফাইল চিত্র।

ঘূর্ণিঝড় ‘তিতলি’ জেরে সতর্কতামূলক ব্যবস্থা নিল রেল। —ফাইল চিত্র।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাই বাতিল করা হল ট্রেন। সেই সঙ্গে পরিবর্তন করা হল বেশ কয়েকটি ট্রেনের সময়ও। এ ছাড়া, বেশ কিছু ট্রেন ঘুর পথে চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। বুধবার রেলের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় তিতলি। আগামিকাল, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ তা ওই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই অবস্থায় পূর্ব-উপকূলীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, হাওড়া-খড়্গপুর থেকে দক্ষিণগামী আপ ট্রেনগুলি সাময়িক ভাবে বন্ধ থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এ দিন বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে ভদ্রক থেকে ওই প্রান্তে ট্রেন চলাচল বন্ধ থাকবে। অন্য দিকে, হায়দরাবাদ-বিশাখাপত্তনমের দিকের উত্তরগামী ডাউন ট্রেনগুলি সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে বিশাখাপত্তনমের দুভড়া থেকে ছাড়া হবে না। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া এই ব্যবস্থা চালু থাকবে। পূর্ব-উপকূলীয় রেলওয়ের দূরপাল্লার ট্রেনগুলি যেগুলি খুরদা রোড ও বিজিয়ানগরমের মধ্যে দিয়ে চলাচল করত সেগুলিকে নাগপুর-বালারশা-বিজয়বাড়ার দিকে ঘুরপথে চালানো হবে। খুরদা রোড এবং বিজয়নগরমের মধ্যে দিয়ে কোনও প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে না।

যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে তা হল—

১৮৪৩০ ভুবনেশ্বর-বেঙ্গালুরু প্রশান্তি এক্সপ্রেস, যা বৃহস্পতিবার ভুবনেশ্বর থেকে ছাড়ার কথা।

১২৮৩০ ভুবনেশ্বর-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, যা বৃহস্পতিবার ভুবনেশ্বর থেকে ছাড়ার কথা।

১২৭৭৩ শালিমার-সেকেন্দরাবাদ এক্সপ্রেস, যা এ দিন শালিমার থেকে ছাড়ার কথা।

৫৮৪২৮ গুনুপুর- পুরী প্যাসেঞ্জার, যা এ দিন গুনপুর থেকে ছাড়ার কথা।

৫৮৩০১/৫৮৩০২ সম্বলপুর-কোরাপুট-সম্বলপুর প্যাসেঞ্জার, এ দিন এবং বৃহস্পতিবার যা ছাড়ার কথা।

৫৮৩০৩/৫৮৩০৪ সম্বলপুর-জুনাগড় রোড-সম্বলপুর প্যাসেঞ্জার, যা বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়ার কথা।

৫৮৫২৮/৫৮৫২৭ বিশাখাপত্তনম-রাইপুর- বিশাখাপত্তনম প্যাসেঞ্জার, যা বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়ার কথা ছিল।

৫৮১৩১/৫৮১৩২ রউরকেলা-পুরী-রউরকেলা প্যাসেঞ্জার, যা বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়ার কথা ছিল।

এই ট্রেনগুলি ছাড়াও বহু ট্রেন ঘুরপথে চালানো হবে বলে রেল সূত্রে খবর। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে সব সময়ের জন্য ইমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

হেল্পলাইন নম্বর হল: ৮৪৫৫৮৮৫৯৩৬, ০৬৭৪-২৩০১৫২৫, ০৬৭৪-২৩০১৬২৫

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

Cyclone Titli Train Train Service Rail Inidian Railway Andhra Pradesh Odisha অন্ধ্রপ্রদেশ ওড়িশা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy