উত্তরপ্রদেশে এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা, ১৪ বছর বয়সি এক নাবালিকা গত ২ জানুয়ারি দর্জির দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান। পরিবারের অভিযোগ মোতাবেক, একটি গাড়ি করে এসে কয়েক জন ওই নাবালিকাকে অপহরণ করে ভোজপুর এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁকে গণধর্ষণ করে অভিযুক্তেরা। নাবালিকার শরীরের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগও তুলেছে তার পরিবার।
আরও পড়ুন:
কোনও রকমে অভিযুক্তদের নাগাল থেকে মুক্ত হয়ে নাবালিকা তার এক আত্মীয়ার বাড়ি চলে আসে। সংবাদ সংস্থা পিটিআই নাবালিকার পরিবারকে উদ্ধৃত করে জানিয়েছে, অভিযুক্তেরা পুলিশে অভিযোগ না-দায়ের করার জন্য চাপ দিতে থাকে। সেই চাপ উপেক্ষা করেই পুলিশকে গোটা ঘটনার কথা জানায় পরিবার। চার অভিযুক্তের বিরুদ্ধে পকসো এবং তফসিলি জাতি, জনজাতি অত্যাচার প্রতিরোধ আইনে মামলা রুজু করে পুলিশ। অবশ্য তিন অভিযুক্তের এখনও নাগাল পায়নি পুলিশ।