ভিন্ জাতের ছেলের সঙ্গে বোনের সম্পর্ক নিয়ে সন্তুষ্ট নন দাদা। বার বার বারণ করা সত্ত্বেও কথা শোনেননি বোন। রেগে বোনের প্রেমিককে খুন করার অভিযোগ উঠল তামিলনাড়ুর তিরুনেলভেলির এক যুবকের বিরুদ্ধে। মৃত যুবক কাভিন এক জন প্রযুক্তিবিদ ছিলেন।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক সুরজিতের বাবা-মা দু’জনেই পুলিশ। তাঁর বোন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কাভিনের সঙ্গে। কাভিন দলিত হওয়ায় বোনের এই সম্পর্ক মেনে নিতে পারেননি সুরজিৎ। দু’জনকেই বার বার সম্পর্ক ছিন্ন করার কথা বলেন। কিন্তু কেউ রাজি ছিলেন না।
পুলিশ সূত্রে খবর, কাভিন তাঁর অসুস্থ দাদুকে দেখতে তিরুনেলভেলি গিয়েছিলেন। সেখানকার এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাভিনের দাদু। ওই হাসপাতালেই কাজ করতেন কাভিনের প্রেমিক। তিনি পেশায় এক জন চিকিৎসক। কাভিনের হাসপাতালে যাওয়ার খবর পাওয়া মাত্রই বাইক নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন সুরজিৎ। কাভিন হাসপাতাল থেকে বার হতেই তাঁকে তুলে নিয়ে গিয়ে খুন করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেন সুরজিৎ। তিনি তদন্তকারীদের জানান, কেন তিনি কাভিনকে খুন করেছেন। এই ঘটনার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে সুরজিতের বাবা-মায়ের বিরুদ্ধেও। পুলিশ ওই দু’জনের নামেও এফআইআর দায়ের করেছে। তবে এখনও তাঁদের মধ্যে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তাঁদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় পুলিশ কর্তার দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আর কেউ যদি যুক্ত থাকেন, তবে তাঁরা তদন্তের অধীনে আসবেন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ করা হবে।