Advertisement
E-Paper

নরেন্দ্র দাভোলকর খুনে গ্রেফতার আরও এক

২০১৩-র ২০ অগস্ট পুণেতে প্রাতর্ভ্রমণের সময় বাড়ির অদূরেই দাভোলকরকে গুলি করে খুন করে দুই অজ্ঞাতপরিচয় বাইকআরোহী। দাভোলকর খুনের ঘটনার তদন্তে নেমে সিবিআই প্রকাশরাও আন্দুরের খোঁজ পায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ১২:২৮
ধৃত শ্রীকান্ত পানগারকর।

ধৃত শ্রীকান্ত পানগারকর।

শচীন প্রকাশরাও আন্দুরে, বৈভব রাউত, শরদ কালাসকার, সুধওয়ানা গোন্ধালেকরের পর এ বার শ্রীকান্ত পানগারকর। মহারাষ্ট্রের যুক্তিবাদী তথা কুসংস্কারবিরোধী আন্দোলনের নেতা নরেন্দ্র দাভোলকরের খুনের অভিযুক্তদের তালিকায় এ বার নতুন সংযোজন পানগারকর। শিবসেনার এই প্রাক্তন কর্পোরেটরকে শনিবার রাতে গ্রেফতার করে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএএস)।

এটিএস সূত্রে জানানো হয়েছে, এক্সপ্লোসিভ অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয়েছে পানগারকরকে।পানগারকার জালনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন সদস্য।

২০১৩-র ২০ অগস্ট পুণেতে প্রাতর্ভ্রমণের সময় বাড়ির অদূরেই দাভোলকরকে গুলি করে খুন করে দুই অজ্ঞাতপরিচয় বাইকআরোহী। দাভোলকর খুনের ঘটনার তদন্তে নেমে সিবিআই প্রকাশরাও আন্দুরের খোঁজ পায়।ঔরঙ্গাবাদের বাসিন্দা আন্দুরে স্থানীয় নিরালাবাজারের একটি পোশাকের দোকানে সেলসম্যানের কাজ করত। দাভোলকরকে গুলি করে হত্যা করার অভিযোগে পুণে থেকে আন্দুরেকে গ্রেফতার করে সিবিআই।

আরও পড়ুন: নজর পুনর্বাসনে, বৃষ্টি কমতেই গতি উদ্ধারে

নরেন্দ্র দাভোলকর।

সিবিআই সূত্রে খবর, আন্দুরেকে দীর্ঘ ক্ষণ জেরা করে পানগারকর সম্পর্কে জানা যায়। তদন্তকারী অফিসারদের দাবি, জেরায় আন্দুরে স্বীকার করেছেন ঘটনার দিন পানগারের সঙ্গেই ছিলেন তিনি। সে দিন বাইক চালাচ্ছিলেন আন্দুরে। পিছনে বসেছিলেন পানগারকর। আন্দুরের কাছ থেকে পানগারকরের নাম পাওয়ার পরই তাঁকে গ্রেফতারের জন্য আঁটঘাট বাঁধতে শুরু করে দেন তদন্তকারীরা। গত রাতে পানগারকরকে আটক করে দীর্ঘ ক্ষণ জেরা করেন এটিএস-এর অফিসাররা। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।

দাভোলকর খুনের ঘটনার তদন্তে নেমেএটিএস আগেই শরদ কালাসকর,বৈভব রাউত এবং সুধওয়ানা গোন্ধালেকরকে গ্রেফতার করেছিল। মুম্বইয়ে বোমা বিস্ফোরণের চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হয় ওই তিন জনকে। তাদের গোপন ডেরা থেকে প্রচুর অস্ত্রও উদ্ধার হয়। এটিএস সূত্রে খবর,শরদ কালাসকরকে জেরা করে আন্দুরের নাম উঠে আসে।

আরও পড়ুন: দাভোলকর, পানসারে, কালবুর্গি, গৌরী লঙ্কেশ: এর পর কার পালা

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Narendra Davolkar Murder Pune Shrikant Pangarkar নরেন্দ্র দাভোলকর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy