Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Dawood Ibrahim

Drug case: মাদক পাচার মামলায় মুম্বইয়ে গ্রেফতার দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর

এনসিবি সূত্রে জানানো হয়েছে, ২৫ কেজি চরস উদ্ধার হয়েছে।

ইকবাল কাসকর।

ইকবাল কাসকর।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৬:৪১
Share: Save:

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে মাদক পাচার মামলায় গ্রেফতার করল মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি) বুধবার ইকবালকে মুম্বই থেকে গ্রেফতার করেছে এনসিবি।

এনসিবি সূত্রে জানানো হয়েছে, ২৫ কেজি চরস উদ্ধার হয়েছে। এই মাদক জম্মু-কাশ্মীর থেকে পঞ্জাবে পাচার করা হচ্ছিল। সেখান থেকে সেই মাদক মুম্বইয়ে সরবরাহ করার কথা ছিল। গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় এনসিবি। তার পরই তল্লাশি চালিয়ে সেই মাদক উদ্ধার করে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে কাসকরকে।

কাসকরের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রয়েছে। এ ছাড়া তোলাবাজির মামলায় ২০১৭-তে তাঁকে গ্রেফতার করেছিল ঠাণে পুলিশ। মুম্বইয়ে মাদক সংক্রান্ত বিষয়ে গত বছর থেকেই তদন্ত চালাচ্ছে এনসিবি। কাসকরকে এর আগেও বেশ কয়েক বার মাদক পাচার সংক্রান্ত বিষয়ে জেরা করেছে এনসিবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dawood Ibrahim Drug Racket Iqbal Kaskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE