Advertisement
২৬ এপ্রিল ২০২৪
PAN card

প্যান-আধার যুক্ত করার সময়সীমা তিন মাস বাড়াল কেন্দ্র, ৩০ সেপ্টেম্বর শেষ তারিখ

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কোভিড অতিমারির কারণেই এই পদক্ষেপ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৯:৫৯
Share: Save:

পূর্ব নির্ধারিত সূচি জানিয়েছিল, আগামী ৩০ জুন প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করার সময়সীমা শেষ হবে। কিন্তু কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সেই সময়সীমা আরও ৩ মাস বাড়ানো হবে। কোভিড অতিমারির কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

প্যান-আধার লিঙ্কের পদ্ধতিগত সরকারি নির্দেশিকাও দিয়েছে অর্থ মন্ত্রক। বলা হয়েছে, আয়কর দফতরের অফিশিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ গিয়ে ‘আওয়ার সার্ভিস’ বলে ‘অপশন’-এ যেতে হবে। সেখানে গিয়ে ‘লিঙ্ক আধার’ বিকল্পে ক্লিক করতে হবে এবং আধার কার্ড ও প্যান কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে হবে।

এর আগে পিএফ-আধার যুক্ত করার বিষয়ে সময় নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়সীমাও বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয় কেন্দ্রের তরফ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aadhar card PAN card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE