Advertisement
২২ মে ২০২৪

বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

বিনা চিকিৎসায় দু’জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠল হাইলাকান্দির মিজোরাম সীমানাঘেঁষা গ্রাম দামছড়ায়। এলাকাবাসীর দাবি, তাঁদের এক জন আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায়।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০২:৫৫
Share: Save:

বিনা চিকিৎসায় দু’জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠল হাইলাকান্দির মিজোরাম সীমানাঘেঁষা গ্রাম দামছড়ায়। এলাকাবাসীর দাবি, তাঁদের এক জন আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায়। অন্য জন ছিলেন আন্ত্রিকের শিকার। তবে জেলার স্বাস্থ্যকর্তারা এ কথা মানতে চাননি।

গ্রামবাসীদের দাবি, দামছড়া গ্রামের মইনউদ্দিন (৪২) ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। অনেক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর পড়শি জলালউদ্দিনের (৩৫) আন্ত্রিক হয়েছিল। কিন্তু তাঁরা কেউ সঠিক চিকিৎসা পাননি।

জামিরা গ্রাম পঞ্চায়েতের সদস্য রেকিবুদ্দিন লস্কর অভিযোগ করেছেন, অসম-মিজোরাম সীমানার দামছড়া, উজান দামছড়া, গল্লাছড়া, কুকিনালা, রাইফেলমারা এলাকায় প্রত্যন্ত জনবসতিগুলির অনেক বাসিন্দাই ম্যালেরিয়া বা আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন। স্থানীয় ঘাড়মুড়া হাসপাতালে নিয়ে যাওয়া
হলেও কার্যত কোনও চিকিৎসা মিলছে না। ওই সব গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ঘাড়মুড়া হাসপাতালে
সব সময় চিকিৎসকরাই হাজির থাকেন না।

কাটলিছড়ার মহকুমা স্বাস্থ্য আধিকারিক সুব্রত দে অবশ্য এ সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, মিজোরাম সীমানার ওই সব গ্রামে ম্যালেরিয়া বা আন্ত্রিক ছড়ানোর কোনও খবর স্বাস্থ্য বিভাগের কাছে এখনও পর্যন্ত আসেনি। ওই রোগে কারও মৃত্যুর খবরও মেলেনি। তাঁর দাবি, হাইলাকান্দির মিজোরাম সীমানা সংলগ্ন এলাকায় স্বাস্থ্যকর্মীরা বহাল রয়েছেন। দক্ষিণ হাইলাকান্দির জামিরায় স্বাস্থ্য সচেতনতা শিবিরও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

treatment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE