Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পাঁচ রাজ্যের ভোটে সব থেকে ক্ষতিগ্রস্ত কংগ্রেস, স্বস্তি বিজেপি-র

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলের প্রাথমিক প্রবণতায় স্পষ্ট হয়ে গেল, প্রত্যাশামতোই অসমে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তামিলনাড়ুতে দ্বিতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে জয়ললিতার নেতৃত্বাধীন এআইডিএমকে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ১২:৩২
Share: Save:

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলের প্রাথমিক প্রবণতায় স্পষ্ট হয়ে গেল, প্রত্যাশামতোই অসমে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তামিলনাড়ুতে দ্বিতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে জয়ললিতার নেতৃত্বাধীন এআইডিএমকে। কেরলে জোরকদমে এগিয়ে চলেছে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ। এই নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেল বিজেপি। অসমে সরকার গড়াই শুধু নয়, কেরলেও খাতা খুলল তারা।
তবে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফল বুঝিয়ে দিল, কংগ্রেসের অবস্থা আরও শোচনীয় হয়েছে। পশ্চিমবঙ্গে সিপি‌এমের সঙ্গে জোট বেঁধে ভরাডুবি ছাড়াও কেরলে ক্ষমতাচ্যুত হতে চলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। তামিলনাড়ুতে জোটসঙ্গী ডিএমকে-র সঙ্গেই ভরাডুবি হয়েছে কংগ্রেসের।
এরই পাশাপাশি পুদুচেরিতে কংগ্রেস-ডিএমকে জোট এআইএনআরসি-র থেকে এখনও একটি আসনে পিছিয়ে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress assembly polls Decline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE