ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সামরিক পেশিশক্তির প্রদর্শন নিয়ে চিন্তিত অনেক দেশই। আজ মালয়েশিয়ার কুয়ালা লামপুরে আসিয়ান প্লাস গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে রাজনাথ সিংহ জানিয়ে দিলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে যে কোনও ধরনের দমনমূলক পদক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে।
রাজনাথের কথায়, ‘‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে যে কোনও ধরনের দমনমূলক পদক্ষেপের হাত থেকে মুক্ত রাখতে হবে। এই এলাকায় কার্যকলাপে সংশ্লিষ্ট সব দেশের অন্তর্ভুক্তি প্রয়োজন। ভারত আসিয়ান গোষ্ঠীর নেতৃত্বে গড়ে ওঠা নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে চায়।’’
আসিয়ান প্লাস গোষ্ঠীতে আসিয়ানের ১১টি সদস্য দেশ ছাড়াও রয়েছে ভারত, চিন, অস্ট্রেলিয়া, জাপান, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও আমেরিকা।
রাজনাথের কথায়, ‘‘ভবিষ্যতের সুরক্ষা কেবল সামরিক ক্ষমতার উপরে নির্ভর করবে না। একাধিক দেশের অধিকারে রয়েছে এমন সম্পদ, ডিজিটাল ও অন্য পরিকাঠামো এবং মানবিক সঙ্কটের মোকাবিলায় যৌথ উদ্যোগের উপরে তা নির্ভর করছে।’’
ভারত রাষ্ট্রপুঞ্জের সমুদ্র সংক্রান্ত আইন (ইউএনসিএলওএস) মেনে চলার পক্ষপাতী বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
দক্ষিণ চিন সাগরে ক্রমশ আধিপত্য বাড়াচ্ছে চিন। বেজিংয়ের এই কার্যকলাপের বিরুদ্ধে সক্রিয় রয়েছে আসিয়ানের সদস্য বিভিন্ন দেশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)