তোলাবাজির টাকা না দিলে খুন করা হবে! আম আদমি পার্টির বিধায়ক সঞ্জীব ঝাকে এমনই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, উত্তর দিল্লির সন্তনগর-বুরারি এলাকার আপ বিধায়ককে লাগাতার ফোনে হুমকি দেওয়া হচ্ছে। কুখ্যাত গ্যাংস্টার নীরজ বওয়ানার নাম করে তোলা চাওয়া হচ্ছে ফোনে। বলা হচ্ছে, যদি টাকা না দিতে পারেন বিধায়ক, তবে খুন করা হবে তাঁকে।
উল্লেখ্য, দেশের অন্যতম দাগী গ্যাংস্টার নীরজ। বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি। অন্য দিকে, তাঁর উপর যে শর্ত আরোপ করা হয়েছিল, তা লঙ্ঘন করায় গত ১৯ মে বওয়ানার ভাই পঙ্কজ সেহরাওয়াতের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় তাঁকে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।