Advertisement
E-Paper

দিল্লিতে আজ জোড়ের দিন, সাইকেলে অফিস গেলেন উপমুখ্যমন্ত্রী

বাইসাইকেলে চড়ে অফিস গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির রাস্তায় যান চলাচলে জোড়-বিজোড় বিধি লাগু হয়েছে ১ জানুয়ারি থেকে। বিজোড় তারিখ, তাই বিজোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নাম্বারপ্লেটের গাড়ি পথে নেমেছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ১২:৩৯

বাইসাইকেলে চড়ে অফিস গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির রাস্তায় যান চলাচলে জোড়-বিজোড় বিধি লাগু হয়েছে ১ জানুয়ারি থেকে। বিজোড় তারিখ, তাই বিজোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নাম্বারপ্লেটের গাড়ি পথে নেমেছিল। সিসোদিয়ার গাড়ির নাম্বারপ্লেট বিজোড় হওয়ায় প্রথম দিনে নিজের গাড়িতেই অফিস যান তিনি। শনিবার জোড় সংখ্যার দিন হওয়ায় সাইকেলে অফিস গেলেন উপমুখ্যমন্ত্রী।

প্রথম দিনেই দিল্লিতে জোড়-বিজোড় বিধি বেশ ভাল ভাবে কার্যকর হয়েছে। বিধি ভাঙার অভিযোগে ২০৩টি গাড়িকে জরিমানা করা হয় বৃহস্পতিবার। অটোরিকশা বা ট্যাক্সি যাতে যাত্রীদের প্রত্যাখ্যান না করে তার জন্য দিনভর তৎপর ছিল পুলিশ। যাত্রীদের প্রত্যাখ্যানের অভিযোগে ৭৬ জন অটোরিকশা চালক পুলিশি ধরপাকড়ের মুখে পড়েন। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের উপর নির্ভর করেছেন অনেক যাত্রীই। রাজধানীর ছ’টি এলাকায় দূষণ মাপার যন্ত্র বসানো হয়েছে। নতুন বিধি লাগু হওয়ার পর রাস্তায় গাড়ির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসায় দূষণ কতটা কমল, তা মাপা হচ্ছে দিনভর।

National Odd-Even Rule Delhi Even Day Manish Sisodia Deputy CM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy