মাঙ্কিপক্সের চিকিৎসার জন্য দিল্লির তিনটি বেসরকারি হাসপাতালকে নির্দিষ্ট করে দিল কেজরীবাল সরকার। এই হাসপাতালগুলি হল এমডি সিটি হাসপাতাল, বাত্রা হাসপাতাল এবং কৈলাস দীপক হাসপাতাল। কেবল এই তিনটি হাসপাতালেই মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী এবং সন্দেহভাজন রোগীদের চিকিৎসা হবে বলে জানা গিয়েছে দিল্লি প্রশাসনের তরফে।
স্থির হয়েছে, হাসপাতালগুলির ১০টি করে শয্যা মাঙ্কিপক্সে আক্রাম্ত রোগীদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে পাঁচটি থাকবে রোগাক্রান্তদের জন্য, আর অন্য পাঁচটি থাকবে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া রোগীদের জন্য।
দিল্লিতে সম্প্রতি তিন জন মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। সন্দেহভাজন রোগীর সংখ্যা আরও বেশি। ভারতে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা আট। শেষ যে দু’জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, তাদের বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই। এরপরই নড়েচড়ে বসে দিল্লির স্বাস্থ্য দফতর।