Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কুলভূষণকে নিয়ে চাপ বাড়াচ্ছে দিল্লি

পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সৈয়দ হায়দর শাহকে গত কাল ডেকে কুলভূষণ যাদব সম্পর্কে একাধিক দাবি জানিয়ে রেখেছে ভারত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:৩৪
Share: Save:

পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সৈয়দ হায়দর শাহকে গত কাল ডেকে কুলভূষণ যাদব সম্পর্কে একাধিক দাবি জানিয়ে রেখেছে ভারত। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, পাক আদালতে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ভারতের প্রাক্তন এই নৌসেনা অফিসারকে ছাড়ানোর দাবিতে ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতে যেতে হতে পারে। তার আগে কূটনৈতিক প্রস্তুতি নিখুঁত করার চেষ্টা হচ্ছে।

হায়দর শাহকে প্রথমে বলা হয়, কুলভূষণের পরিবারের সদস্যরা তাঁকে দেখতে চাইছেন। এর আগে ১৪ বার ভারতীয় কর্তারা কুলভূষণের সঙ্গে দেখা করতে চেয়ে বিফল হয়েছেন। তার সঙ্গে এ বার যুক্ত করা হয়েছে পরিবারের সদস্যদের বিষয়টি। আবেদনের পরেও বাড়ির সদস্যদের কুলভূষণের সঙ্গে দেখা করতে না দেওয়া হলে তা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধেই যাবে বলে মনে করছেন বিদেশ মন্ত্রকের কর্তারা।

আরও দু’টি বিষয়ে জোর দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, ‘‘কুলভূষণের স্বাস্থ্য কেমন রয়েছে, তা নিয়ে আমরা আশ্বস্ত হতে চাই। দেখা করতে চাওয়ার এটা একটা বড় কারণ— সে কথা পাক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া, সামরিক আদালত কোন কোন ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে— তার প্রতিলিপিও আমাদের দরকার।’’ ভারতের বক্তব্য, এখনও পর্যন্ত কুলভূষণের বিরুদ্ধে যে সব কথা ভারতকে বলা হয়েছে, তার সবটাই সাজানো তথ্য। কোনও ভাবেই প্রমাণিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kulbhushan Jadhav Delhi Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE