জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। গত ৫ জানুয়ারি সেই ঘটনায় এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।
শিক্ষা প্রতিষ্ঠানের সাবরমতী ধাবা প্রাঙ্গণে ছাত্র সমাবেশ থেকে উঠেছিল স্লোগান। গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা আধিকারিক বসন্তকুঞ্জ উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ৩ (৫), ৩৫২ ও ৩৫৩ (১) ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে রয়েছে শান্তিভঙ্গ করার উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃত অপমান ও জনসাধারণের ক্ষতি করার উদ্দেশে বিবৃতির মতো ধারা। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে দাবি করা হয়েছে স্লোগানগুলি ছিল ‘অত্যন্ত আপত্তিকর, উস্কানিমূলক ও জ্বালাময়ী’।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২০ সালের ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার স্মরণে এ বারেও আয়োজিত হয়েছিল প্রতিবাদ কর্মসূচি। তবে উমর খালিদ ও শারজিল ইমাম জামিন না পাওয়ায় আয়োজনের ‘ধরন’ পরিবর্তিত হয়েছিল। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গত ৫ জানুয়ারি যে সব স্লোগান উঠেছিল তাতে আদালত আবমাননা ও বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘণ— দুই-ই হয়েছে। যদিও ছাত্রসংগঠনের নেতৃত্বের দাবি, ২০২০ সালের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ওই সব স্লোগান ছিল। স্লোগানের কথা ছিল ‘আদর্শজনিত’। আরও দাবি, কোনও ব্যক্তিকে ‘লক্ষ্যবস্তু’ করার উদ্দেশ্য ছিল না।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ছাত্রছাত্রীদের স্লোগানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন তদন্ত ও পুলিশি তদন্ত-দুই-ই চলছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মামলাটি তদন্তাধীন।