Advertisement
E-Paper

কাশ্মীর টানলেন ইমরান, কথায় রাজি নয় ভারত

ভারতও পাল্টা বার্তায় জানাল, কাশ্মীরের কথা টেনে একটি পবিত্র অনুষ্ঠানকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:৫৭
হাতে হাত: করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে নভজ্যোত সিংহ সিধু। বুধবার। পিটিআই

হাতে হাত: করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে নভজ্যোত সিংহ সিধু। বুধবার। পিটিআই

করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি সেই অনুষ্ঠানে উপস্থিত রইল খলিস্তানি জঙ্গি নেতা গোপাল সিংহ চাওলা। ভারতও পাল্টা বার্তায় জানাল, কাশ্মীরের কথা টেনে একটি পবিত্র অনুষ্ঠানকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। ইসলামাবাদ সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে আলোচনা শুরুর প্রশ্নই নেই। সার্ক শীর্ষ সম্মেলনেও ভারত যোগ দেবে না।

ভারতের গুরদাসপুরে ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের করতারপুরে দরবার সাহিব পর্যন্ত এই ভিসামুক্ত করিডর দিয়ে যাতায়াত করতে পারবেন শিখ পুণ্যার্থীরা। পাকিস্তানের আমন্ত্রণে আজ ওই করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল ও হরদীপ সিংহ পুরী। সেইসঙ্গে হাজির ছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু।

বক্তৃতায় ইমরান জানান, অতীত ভুলে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। ইমরানের কথায়, ‘‘ফ্রান্স ও জার্মানির অনেক বার যুদ্ধ হয়েছে। কিন্তু তার পরেও তাদের মধ্যে শান্তি ফিরেছে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরবে না কেন?’’ ইমরানের কথায়, ‘‘আমরা ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চাই। দু’দেশের মধ্যে সমস্যা কেবল কাশ্মীর। দৃঢ়তা ও বড় স্বপ্ন দেখার ক্ষমতা থাকলে এই সমস্যা সমাধান করা সম্ভব। ভেবে দেখুন, দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হলে দু’দেশই কতটা উপকৃত হবে।’’ পাক সেনাপ্রধান কমর বাজওয়ার উপস্থিতিতেই ইমরানের দাবি, ‘‘ভারতে গেলেই শুনতে হয় দু’দেশের রাজনীতিকেরা আলোচনা শুরুর বিষয়ে ঐক্যবদ্ধ। কিন্তু পাক সেনাই আলোচনা শুরু করতে দিচ্ছে না। আমি আজ জানিয়ে দিতে চাই, পাকিস্তানের সেনা-সহ সব প্রতিষ্ঠানই ঐক্যবদ্ধ।’’

আরও পড়ুন: বহাল থাকল ফাঁসির সাজা

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে সমালোচনার মুখে পড়েছিলেন সিধু। এ বারও তাঁর পাকিস্তান সফরের সমালোচনা করেছে বিজেপি ও শিরোমণি অকালি দল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহও জানিয়েছেন, তিনি সিধুকে পাকিস্তান সফরে যেতে নিষেধ করেছিলেন। এ দিন বক্তৃতায় ইমরানের প্রশংসা করতে গিয়ে কবিতার সুরে সিধু বলেন, ‘‘মেরা ইয়ার দিলদার ইমরান খান জিবে (আমার বন্ধু ইমরান খান বেঁচে থাকুন, ভাল থাকুন)।’’ ইমরানও বলেন, ‘‘গত বারের সফরের পরে সিধুকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। উনি কেবল শান্তির কথাই বলেছিলেন। সিধু পাকিস্তানে এত জনপ্রিয় যে এ দেশেও উনি নির্বাচনে জিততে পারবেন। আশা করি, শান্তি ফেরাতে সিধুর প্রধানমন্ত্রিত্বের জন্য অপেক্ষা করতে হবে না।’’

আরও পড়ুন: উনিশের বীজ বুনে সভা রাহুল-নায়ডুর

কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর বার্তা দিয়েছিল পাকিস্তান। আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানান, ‘‘ভারত-পাকিস্তান আলোচনার সঙ্গে করতারপুর করিডরের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসে পাক মদত বন্ধ না হলে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে না।’’ সুষমার দাবি, সার্কের আমন্ত্রণ আগেই পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত তাতে সাড়া দিতে রাজি নয়। ইমরান কাশ্মীর প্রসঙ্গ টেনে আনার ফলেও ক্ষুব্ধ দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘‘কাশ্মীর প্রসঙ্গ টেনে একটি পবিত্র অনুষ্ঠানকে রাজনীতির রং দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এটা অনভিপ্রেত।’’

সমস্যা বাড়িয়েছে খলিস্তানি নেতা গোপাল চাওলার উপস্থিতি। আজ করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে পাক সেনাপ্রধানের ছবি ভাইরাল হয়। অমৃতসরে সাম্প্রতিক হামলার পিছনে এই নেতার সক্রিয় ভূমিকা ছিল বলে মত দিল্লির। সাউথ ব্লকের কর্তাদের মতে, এ থেকেই বোঝা যাচ্ছে পাকিস্তান সন্ত্রাসে মদতের প্রশ্নে অবস্থান বদলায়নি।

India Pakistan Imran Khan Kashmir Jammu and Kashmir Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy