চলতি বছরের দিল্লির হিংসার ঘটনায় ধৃত উমর খালিদের বিরুদ্ধে ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ)-এ মামলায় সম্মতি দিল অরবিন্দ কেজরীবালের সরকার। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার দিল্লি সরকারের তরফে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রনেতার বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগের বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভের সময় গত ফেব্রুয়ারিতে গোষ্ঠী হিংসা ছড়িয়ে পড়ে দিল্লিতে। সরকারি হিসেবে নিহত হন ৫৩ জন। পুলিশের অভিযোগ, শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন উস্কানিমূলক বক্তৃতা করেছিলেন উমর। তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর চক্রান্তে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
সে সময় শাহিনবাগে সিএএ-বিরোধী বিক্ষোভ প্রত্যক্ষ ভাবে সমর্থন করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের দল আম আদামি পার্টি (আপ)। এই পরিস্থিতিতে উমরের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলায় দিল্লি সরকারের অনুমোদন ঘিরে রাজনৈতিক জল্পনা দানা বেঁধেছে।