দিল্লির এক পর্যটককে হিমাচল প্রদেশের ধর্মশালায় ধর্ষণের অভিযোগ উঠল। তাঁকে হোটেলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কাংড়া থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, যে হোটেলে পর্যটককে ধর্ষণ করা হয়, ঘটনাচক্রে সেই হোটেলটি অভিযুক্তের বন্ধুর। সেই সুযোগকে কাজে লাগিয়েছেন অভিযুক্ত। হোটেলের ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিন বন্ধুর সঙ্গে হিমাচলে বেড়াতে এসেছিলেন দিল্লির তরুণী।
নির্যাতিতার আইনজীবীর এক বন্ধুর সূত্রে তাঁর এক বন্ধুর সঙ্গে পরিচয় হয়। তিনিই তরুণীদের জ্বালামুখী আসার জন্য আমন্ত্রণ জানান। তরুণী এবং তাঁর বন্ধুরা জ্বালামুখী যান। সেখানে দু’দিন থাকেন। তার পর সেখান থেকে ধর্মশালায় পৌঁছোন। এই ধর্মশালাতেই তরুণীর আইনজীবীর বন্ধুর হোটেল রয়েছে। তরুণী এবং তাঁর বন্ধুরা সেখানে ওঠেন। এই হোটেলেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, রবিবার তিনি হোটেলের ঘরে একাই ছিলেন। তাঁর বন্ধুরা সকলে ঘুরতে বেরিয়েছিলেন। তাঁর শরীর অসুস্থ থাকায় ঘুরতে যাননি। তিনি ঘরে একা রয়েছেন সেটি জানতেন অভিযুক্ত যুবক। সেই সুযোগ নিয়ে জোর করে তাঁর ঘরে ঢুকে ধর্ষণ করেন ওই যুবক। শুধু তা-ই নয়, এই ঘটনার কথা কাউকে বললে পরিণতি ভাল হবে না বলেও শাসানো হয়, অভিযোগ নির্যাতিতার। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে কাংড়ার অতিরিক্ত পুলিশ সুপার বীর বাহাদুর জানিয়েছেন।