বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র কলকাতা থেকে দূরত্ব দেড় হাজার কিলোমিটারের।
কিন্তু তাতে কী! এই প্রবাসেও বাঙালি একই উষ্ণতায় আবাহন করল নতুন বাংলা বছরকে। সেই সঙ্গে গান, কবিতা, শ্রুতিনাটকের মঞ্চ তৈরি করে বিদায় জানানো হল সদ্য পুরনো হয়ে যাওয়া বছরকে। দিল্লির মুক্তধারা প্রেক্ষাগৃহে বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজন করল এই অনুষ্ঠানের। অনুষ্ঠানটি শুরু হয় মঙ্গলশঙ্খধ্বনির মাধ্যমে। স্বাগত ভাষণ দেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুরজিৎ মিত্র। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত উপস্থিত সকলকে শুভ নববষের্র শুভেচ্ছা জানান।
আরও পড়ুন
হাড়গিলা সংরক্ষণকে তুলে ধরে ব্যতিক্রমী বিহু দদরায়
এই অনুষ্ঠানে বাঙালি চিকিৎসক সুব্রত কুণ্ডুকে বিশেষ সন্মান জানানো হয়। সাংস্কৃতিক সম্পাদক সুমনা কাঞ্জিলাল ও কোষাধ্যক্ষ দেবাশীষ ভৌমিক দু’-চার কথায় নতুন বছরকে স্বাগত জানান।