Advertisement
১৩ জুন ২০২৪

নোটিস পাঠাল মুম্বই পুরসভা, তারকাদের বাড়ি ডেঙ্গির আড়ত

পুরসভার নোটিস পৌঁছল তিন বলিউড তারকার বাড়ি। তালিকায় রয়েছেন এক গায়কও।

জুহি চাওলা ও অমিতকুমার অনিল কপূর।

জুহি চাওলা ও অমিতকুমার অনিল কপূর।

সংবাদ সংস্থা
মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৯
Share: Save:

পুরসভার নোটিস পৌঁছল তিন বলিউড তারকার বাড়ি। তালিকায় রয়েছেন এক গায়কও।

ওই তিন তারকা অর্থাৎ জিতেন্দ্র, অনিল কপূর এবং জুহি চাওলা আর গায়ক অমিতকুমারের জুহু শহরতলি এবং মালাবার হিল এলাকার বাড়িতে হানা দিয়ে বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) কর্মীরা ডেঙ্গির মশার লার্ভা খুঁজে পেয়েছেন। বিএমসি অফিসার রঞ্জন নারিনগ্রেকর জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধে মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইদানীং পরীক্ষা চালাচ্ছেন পুরসভা কর্মীরা। গত কাল তাতেই ওই সেলিব্রিটিদের বাংলোয় ডেঙ্গির মশারলার্ভা পাওয়া যায়। অনিল কপূরের বাড়ি লাগোয়া চত্বরে একটি ত্রিপলে মেলে ওই লার্ভা। জিতেন্দ্র বাংলোর বাগানে ওই মশার লার্ভা মেলে। ডেঙ্গি মশার বাড়বাড়ন্ত ঠেকাতে তাঁরা কেন কোনও পদক্ষেপ করেননি, নোটিস দিয়ে তা জানতে চেয়েছে পুরসভা। অমিতকুমারকে আপাতত সতর্ক করা হয়েছে। বাকিদের ২-১০ হাজার পর্যন্ত অর্থ জরিমানা করা হতে পারে।

যদিও জুহি চাওলার মুখপাত্রের দাবি, তিন সপ্তাহ আগে বিএমসি অফিসাররা সেখানে দিয়ে ফুল রাখার জলে ভরা একটি বিশাল নকশাকাটা পাত্র দেখে ওটা সরিয়ে দিতে বলেন। ওঁদের মনে হয়েছিল, ওই পাত্রের জলে মশার লার্ভা জন্মাতে পারে। জুহির মুখপাত্র বলেছেন, বিএমসির নির্দেশমতো অফিসারদের সামনেই ওই পাত্র সরিয়ে দেওয়া হয়। তার পরেও কয়েক বার বিএমসি থেকে লোকজন এসে পরিস্থিতি দেখে গিয়েছেন। কিছুই পাওয়া যায়নি। তার পরেও এই নোটিসের কী কারণ, বোঝা যাচ্ছে না।

জিতেন্দ্র-অনিল-জুহি ছাড়াও অমিতাভ বচ্চনের চারটি বাংলো, শাবানা আজমি, মহেশ ভট্ট, শিল্পা শেট্টির বাড়িতেও গিয়েছিলেন পুরসভা কর্মীরা। এঁরা প্রত্যেকেই আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ করেছেন বলে দাবি বিএমসি-র। ডেঙ্গি নিয়ন্ত্রণে কী করা হচ্ছে, তা নিয়ে দিল্লির আপ সরকারও হাইকোর্টের কাছে আজ ব্যাখ্যা দিয়েছে। তারা বক্তব্য, দিল্লির তিনটি পুরনিগমগকে অন্তত ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে।

ডেঙ্গিতে আক্রান্ত বছর ২১-এর ভাইকে হারিয়ে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডার দ্বারস্থ হন এক মহিলা। অভিযোগ, এইমসে ভর্তি করা হলেও চিকিৎসা যথাযথ ভাবে হয়নি বলে ভাইকে হারাতে হল। আর কাউকে যাতে এই পরিস্থিতির মুখে পড়তে না হয়— স্বাস্থ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় দু’দিনের মধ্যে এইমসের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন নড্ডা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Juhi Chawla Anil Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE