ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল কলেজ পড়ুয়াদের বাস। শনিবার অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার। জখম আরও অনেকে।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে জাতীয় সড়ক দিয়ে ওড়িশা থেকে ফিরছিল অনিল নীরুকোন্ডা ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সের নামে ভিজিয়ানগরম জেলার একটি কলেজের পড়ুয়াদের বাস। মধুপদ এলাকার কাছে পৌঁছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে কার্যত দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসে থাকা দু’জনের। জখম হন আরও অনেকে। তাঁদের মধ্যে আট জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয়দের আশঙ্কা, দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে এখনও আটকে রয়েছেন অনেকে। তাঁদের বাইরে আনার জন্য শুরু হয়েছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।