E-Paper

বিহার সফরে নড্ডার কথা হল না নীতীশের সঙ্গে

বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য শনিবার বিজেপি সভাপতি জে পি নড্ডা বিহার সফরে গিয়েছিলেন। কিন্তু বিহারে বিজেপির শরিক জেডিইউ-এর প্রধান তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর বৈঠকই হল না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৩
নীতীশ কুমার।

নীতীশ কুমার। —ফাইল চিত্র।

বিহারে গেলেও নীতীশ কুমারের সঙ্গে বিজেপি সভাপতি জে পি নড্ডার বৈঠক হল না।

বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য শনিবার বিজেপি সভাপতি জে পি নড্ডা বিহার সফরে গিয়েছিলেন। কিন্তু বিহারে বিজেপির শরিক জেডিইউ-এর প্রধান তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর বৈঠকই হল না। সূত্রের খবর, নীতীশের শারীরিক অসুস্থতার জন্যই এই বৈঠক হয়নি। গত তিন দিন ধরে নীতীশ কোনও প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে যাচ্ছেন। তার আগে বিজেপির কোর কমিটি ও সাংগঠনিক বৈঠক করতে জে পি নড্ডা পটনায় গিয়েছিলেন। বিহারে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের বিরুদ্ধে রাহুল গান্ধী-তেজস্বী যাদবের ‘ভোটার অধিকার যাত্রা’য় কী প্রভাব পড়েছে, তারও পর্যালোচনা হয় এই বৈঠকে। নড্ডা আজ একই সঙ্গে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবদের এ নিয়ে আক্রমণে করেছেন।

নড্ডা বলেন, ‘‘রাহুল গান্ধী কোথা থেকে পরিসংখ্যান নিয়ে আসেন, তা জানি না। ওঁর অঙ্ক বোঝা যায় না। একবার বলেন, মহারাষ্ট্রে ভোটার তালিকায় ৭০ লক্ষ নতুন ভোটার যোগ হয়েছিল। তার পরে বলেন, ১ কোটি ভোটার যোগ হয়েছিল। ভোটার তালিকা সংশোধন করতেই তো এসআইআর হচ্ছে। তোমার প্রপিতামহ, ঠাকুমার আমলেও তো ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন হয়েছিল। ২০০৩-এ হয়েছিল। আসলে নাচতে না জানলে উঠোন বেঁকা। মানুষের ভোট পাচ্ছে না বলেনির্বাচন কমিশনকে দুষছে।’’ লালুপ্রসাদের আমলে বিহারের জঙ্গলরাজ নিয়ে আরজেডি-কে নিশানা করেন নড্ডা। বলেন, লালুপ্রসাদের আমলে দিনেদুপুরে বিধায়ক খুন হয়ে যেতেন। পুলিশ জলদি ঘটনাস্থলে পৌঁছে যাবে বলে লালু রাস্তা মেরামত করাতেন না।

জবাবে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘‘জে পি নড্ডা আগে বলুন, বিজেপির নতুন জাতীয় সভাপতি এখনও নিয়োগ হল না কেন? বিহারের এক শতাংশ মানুষও নড্ডাকে চেনেন না। তাই লালুপ্রসাদ, আরজেডি-কে গালাগাল করে নিজের বাজার বাড়াতে চাইছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nitish Kumar JP Nadda Bihar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy